আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ শপিং

সকালে ঘুম ভাঙল আব্বুর ডাকে । দেখি বাসায় রঙ মিস্তিরি । বাসা রঙ করবে। পুরা বাসা উলট পালট । বাল্যসখা শুভর ফোন ।

" কিরে হারামজাদা যাবি নাহ? " । মনে পরল আজকে শপিং এ যাবার কথা । তারাতারি ওরে বললাম শালা বাসায় আয়। এরপর দুই জনে মিলা ঘরের জিনিস পত্র টানলাম । যখন রউনা দিব সাব্বির রে ফন দিলাম কিরে কই তুই? দোস্ত আমি বাংলালায়ন এর সামনে।

ওকে ভাল কথা। বাস এ উঠে নিউমার্কেট। এরপর পাঞ্জাবি , জিন্স , জুতা শেষে বসুন্ধরা...। । শার্ট তা ভালই কিনলাম... ফুল ব্ল্যাক।

ইফতার করতে পারলাম নাহ । কারন জায়গা পাই নাই। রিকশা তে লং ট্যুর । মিরপুর ১০ এ ভরপেট কাচ্চি। এরপর বাসায় এসে ঘর গুছিয়ে এখন শান্তি।

#থ্যাংকস টু মাই জানু । কারন সে পাঞ্জাবির ক্ষেত্রে সাজেশন দিল। শুভ টেকনিক না করলে পচা টাই নিয়া আসতাম #স্পেশাল থ্যাংকস টু REDWAN। কারন ও নাহ থাকলে খুদায়ে মারাই যেতাম। #স্পেশাল থ্যাংকস টু শুভ।

বাসায় কান্নাকাটি অবস্থার প্রেক্ষিতে তথা কথিত AIUB তে ভুগিচুগি ইফতার পার্টি। #আমার বেস্ট কম্পানিস.........। Redwan Siddik n Mustasin Billah.......... তোরা না থাকলে সময় গুলা একটুও ভাল যেত নাহ ♥ শুভ রাত্রি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।