আমাদের কথা খুঁজে নিন

   

ছি ছি! তুমি রবিন্দ্রনাথকে চিন না? শান্তিনিকেতনের হেডমাস্টার ছিলেন। অবসরে কবিতা লিখতেন।

গতকাল রাতে টেলিভিশন দেখছিলাম। হিন্দি পুরানো একটা সিনেমা। শাম্মী কাপুরের। শাম্মী কাপুরের বাবা (সিনেমার) কে তার বন্ধুরা জিঞ্জেস করছে - আঙ্কেল আপনাদের সময় আপনারা অবসর সময়ে কি করতেন - আমরা তো ক্লাব - ডিস্কোতে যাই। বাবা: আমরা কবিতা পড়তাম, কবিতা উতসব করতাম।

ছেলের বন্ধু: কার কবিতা পড়তেন? বাবা: রবিন্দ্রনাথ ঠাকুরের। ছেলের বন্ধু: উনি কে? এবার অন্য বন্ধু পাশ থেকে: ছি ছি! তুমি রবিন্দ্রনাথকে চিন না? শান্তিনিকেতনের হেডমাস্টার ছিলেন। অবসরে কবিতা লিখতেন। ঘটনা চক্রে আজকে আমার এক জামাতি বন্ধুর আপডেট দেখলাম - তিনি চরম বিরক্ত - কেন আমরা নববর্ষ বা বিভিন্ন সময় ভারতীয় হিন্দু রবিন্দ্রনাথকে নিয়ে মাতামাতি করি। আর যখন নিজের দেশের ড: ইউনুসের সম্মাননায় কেন সরকার বা তার সমর্থক গোষ্ঠী নিস্চুপ।

অবাক হয়ে ভাবি - কি বিচিত্র যুক্তিবোধ আমাদের। আর কি দুর্ভাগা এই নোবেল বিজয়ী দুই প্রতিভাবান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।