আমাদের কথা খুঁজে নিন

   

।। অন্তরালের খুন ।।

বাঙলা কবিতা সমুদ্রে সে দেখেছিলো শাদা পাখির নরম ওড়াউড়ি এতো বাতাস! লোনা-হাওয়ায় ভাঙছে রেশমি চুড়ি সুখের দিকে হাঁটতে গিয়ে দেখে নিলো জোঁকের মুখে নুন এমন কপাল! সমুদ্র তার ঝরিয়েছিলো অন্তরালের খুন স্রোতের এমন লুটোপুটি, ফেনিলোষ্ণ চুমোয় এলোমেলো অনেক বছর পর কি মেয়ে মায়ের বাড়ি এলো! এর ভেতরেই পুরুষপাথর, এর ভেতরেই ঘাম! সমুদ্রে তার ভয়ের ভেতর জাগলো মনোষ্কাম? বিস্ফোরণের মতই নারীশরীর মেলেছিলো ঢেউ এসে তার সকল ঢেউয়ে নোঙর ফেলেছিলো অকস্মাতের বিস্ময়ে সেই দেহের গুপ্তদ্বার থরথরিয়ে কাঁপলো, পেয়ে আগুন ও উদ্ধার! সমুদ্রে সে দেখেছিলো শাদা পাখির হলদিবাঁকা ঠোঁট জনান্তিকে শুনেছিলো, ' জরায়ুফুল, জরায়ুফুল ফোট!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।