আমাদের কথা খুঁজে নিন

   

আমার চোখ ভিজে আসে

কবি হতে চেয়েছিলাম... ‘আমার ইফতারটা বাসায় লইয়া যাই, আমার বইনে রোজা!’ রবির বিজ্ঞাপনের এ সংলাপে সত্যি সত্যি আমার চোখ ভিজে আসে। রোজার দীক্ষা কি ভোগ্যপন্যের দাম বাড়ানো, খাবারে ভেজাল মেশানো; জামা-জুতোর রমরমা ব্যবসা? নিত্যদিন ইফতার-সেহরির নামে ভোগবিলাসে গা ভাসিয়ে দেয়া? সকাল-বিকাল শপিংমলে ছুটোছুটি, থলে-থলে জামা-জুতো? যানজট, টিকিট কালোবাজারি? অতিরিক্ত যাত্রী হয়ে বাসে-লঞ্চে-ট্রেনের ছাদে চেপে বসা? রোজার নামে বেরোজদারি সব কাজ-কারবার, আর কাহাতক সহ্য হয়! অপচয়-অপব্যয়ের মচ্ছব দেখি পুরো রমজানেই। অথচ আমাদের সমাজের বড় একটা অংশ এখনও অর্ধাহারে দিন কাটায়, ফুটপাতে পলিথিন গুজে কাটায় রাত। কাজী নজরুলের সাম্যবাদ আজও সুদূর পরাহত! আমার চোখ ভিজে আসে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।