আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ (Breaking News )

প্রবাসী ১৯৬৯ সালে চাঁদে পা রেখে মার্কিন নভোচারী নেইল আর্মস্ট্রং উচ্চারন করেছিলেন "That's one small step for [a] man, one giant leap for mankind" মহাশুন্য অভিযানে আরেক অধ্যায়ের শুরু হল অল্প কিছুক্ষন আগে। আজ সোমবার ০১-৩১ মিনিটে আমেরিকার ইস্টার্ন স্ট্যান্ডার্ড সময়ে রোভার যান কিউরিওসিটি' সাফল্যজনক ভাবে মঙ্গল গ্রহে অবতরন করল। যাত্রা শুরু করেছিল গত বছর ১১ নভেম্বর। ৩৫ কোটি মাইল পাড়ি দিয়ে প্রায় সাড়ে ৮ মাস পর সাফল্যজনক ভাবে মঙ্গল গ্রহের বুকে মনুষ্য নির্মিত যান পা রাখল। ১টন ওজনের রোভার কিউরিওসিটি হল এক অত্যাধুনিক ল্যাবরেটরী, Mars Science Laboratory (MSL) Curiousity rover, মঙ্গল গ্রহের মাটি পরীক্ষা করে তা সেখানে প্রান, বা পানির' অস্তিত্ব সহ মঙ্গল গ্রহ সম্পর্কে বিস্তারিত ধারনা দেবে। রোভার কিউরিওসিটি ইতিমধ্যেই মঙ্গলের ছবি পাঠাচ্ছে। বিজ্ঞানীরা আশা করছেন যে আগামী দুই বছর ধরে পরীক্ষা নীরিক্ষা চালিয়ে মঙ্গলের কক্ষপথে স্থাপিত উপগ্রহ ওডেসিয়াসের মাধ্যমে পৃথিবীতে তথ্য পাঠিয়ে যাবে কিউরিওসিটি। এই প্রকল্পে নাসা খরচ করেছে প্রায় ২৫০ কোটী ডলার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.