আমাদের কথা খুঁজে নিন

   

টিভি চ্যানেল গুলো হিন্দু কথাটা বলতে এখন লজ্জা বোধ কর

কাকরা সব কিছু দেখছে জানি না কেনো। হঠাৎ করে সব টিভি চ্যানেল থেকে হিন্দু শব্দটা বাদ দেওয়া হয়েছে এর বদলে সব জায়গাতে সনাতন শব্দটি প্রচার করা হচ্ছে । সনাতন শব্দটির মানে কি বাংলা অভিধানে এর মানে নিত্য চিরস্থায়ী, চিরন্তন, বর্তমান, শাশ্বত, প্রভু প্রাচীন, প্রাচীনপন্থি বা হিন্দু ধর্মাচারে আস্থাবান । এখন বলুন শব্দ গুলো কি মানুষের মনে প্রশ্ন সৃষ্টি করে না। প্রাচীন ধর্ম কি সেটা কি আমরা জানি ? আমরা মুসলিমরা জানি সেটা ইসলাম।

সেটা একমাত্র একজন সৃষ্টিকর্তাকে উপাসনা করা। তাহলে মোটা মাথার টিভি চ্যানেল গুলো কেন সনাতন শব্দটি ব্যবহার করছে যেখানে ভারতেও সনাতন শব্দটি ব্যবহার করা হয় না। আমি যতদূর জানি হিন্দু ধর্মপালন কারীরা নিজেদের কে হিন্দু বলতেই গর্ব বোধ করেন । টিভিতে বলা হয় সনাতন ধর্মপালনকারীদের অনুষ্ঠান । তাদের দেবতাদের নাম উল্লেখ করার ক্ষেত্রে এই শব্দ বিপত্তি ঘটাবে কি বলবে তারা সনাতন দেবতার অনুষ্ঠান ! আমার হিন্দু ধর্ম পালন কারী বন্ধুর সংখ্যা কম নয় তাদের কে কি বলা যায় সনাতন ধর্ম পালন কারী ।

আমার এক হিন্দু বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম সে এ বিষয় হেসেই উড়িয়ে দিয়েছে, বলেছে বাদ দেত সব ফাউল। হিন্দু সমাজ কি বলেছে আমাদের হিন্দু না বলে সনাতন বলতে হবে নাকি সরকার থেকে এটা জারি করা হয়েছে । ধর্ম নিরপেক্ষতার নামে আমরা ইতিহাসই বদলে ফেলতে চাইছে কেউ কেউ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.