আমাদের কথা খুঁজে নিন

   

নামাজ রোজা হজ্ব

জাহেল যুগের মানুষ তুমি, বলছি তোমায় শোনো আরাম আয়েশ অনেক হলো, এবারে দিন গোনো ইসলামী বিধি বিধান, কঠিন নিয়ম সব চুলোয় যাক এই দুনিয়া, লক্ষ্য শুধু "রব" মুমিন পরে খোদাতায়ালার, প্রধান তম দাবি দিনে পাঁচ বার খুলতে হবে, স্বর্গ দ্বারের চাবি সঠিকভাবে নিয়ম মেনে, সালাত আদায় হলে আখিরাতে ভাসবে তু্মি, সুখ সাগরের জলে মদ নদীতে কাটবে সাতার, সারাটা দিন ভরি নৈশকালীন সঙ্গী তোমার, বেহেশ্তি হুর পরী হৃত যৌবন ফেরত পাবে, আসবে গায়ে বল তোমায় ঘিরে নাচবে তখন, গেলমান সকল মানলে তবে নবীর বানী, করবে মৌজ মাস্তি পুরস্কার রয়েছে যেমন তেমনি, আছে শাস্তি হটাৎ যদি একটি বারও, নামাজে দাও ফাকি কঠিন ধোলাই খেতে হবে, রাখবেনা কিছু বাকি আগুনেতে পুড়বে তুমি, কাটবে তোমায় সাপে গুর্জ দিয়া পিটবে তোমায়, পাহাড় সমান চাপে ধারালো বটি খন্তি দিয়া, কাটবে তোমার গা টা খাওয়াবে তোমায় পুঁজ রক্ত, যাক্কুম নামের কাঁটা মাথার উপর সুর্য এসে, দিবে তোমায় তাপ নামাজ ফাকি দিয়া তুমি, আর বাড়াইওনা পাপ দুনিয়াদারীর খ্যাতা পুড়ো, নামাজ পড়ো ভাই নামাজ বিনে সবই মিছে, আসল কিছু নাই। ইসলামের দ্বিতীয় রুকন, সিয়াম নামটি তার এবার আমার নিকট শোনো, সিয়াম সমাচার সারা বছর পেটটি পুরে, ধনী লোকে খায় সিয়াম করেই গরীব দুখীর, কষ্ট বোঝা যায় সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে রোজা সিয়াম করা ভীষণ কঠিন, মোটেও তা নয় সোজা ভোর রাত্তিরে উঠে তোমার, পেটটি ভরে খাবে কোলবালিশটি পাশে রেখে, ঘুমিয়ে তুমি যাবে দুপুর গড়িয়ে বিকাল হলে, বিছানা থেকে উঠে ইফতার কিনতে চকবাজারে, যাবে তুমি ছুটে কাবাব হালিম জিলিপি কিনে, আসবে ফিরে বাড়ী অযু করে আসন পেতে, বসবে তারা তারী এই মাস বড় পবিত্র মাস, হয়তো তোমার জানা এই মাসে খাও হিসাব ছাড়া, নেইতো কোন মানা এই মাসে খাও দই মিষ্টি, এই মাসে খাও ঘি বাজারে আগুন লাগলে লাগুক, তোমার তাতে কি গরীব দুখীর কষ্ট বোঝো, রোজা রাখো ভাই রোজা রাখলে দান খয়রাতের, কোন প্রয়োজন নাই । নামাজ রোজার পরে তুমি, হজ্বের কথা শোনো হজ্ব ব্যাতীত পাপমুক্তির, উপায় তো নেই কোনো যুবক কালে নামাজ রোজা, যদিও দিসো ফাকি হজ্ব করলে কোন পাপই, থাকবে না আর বাকি যত গুনাহই কর তুমি, আল্লাহ করবেন ক্ষমা বছর বছর হজ্ব করে, তাই সোয়াব করো জমা অনেক টাকা থাকে যদি, সাথে অনেক পাপ হজ্ব পালন করলে তবেই,পাবে তুমি মাফ অসৎ পথের টাকা বলে, ভাবছো কেন মিছে ক্ষমার মালিক খোদাতায়ালা, আছেন তোমার পিছে অনেকে বলবে এই টাকাটা, দাওনা করে দান কাফের লোকের কথায় তুমি, দিওনা কভু কান প্রতিবেশী অভুক্ত থাক, দেখাইয়ো না গরজ মনে রাখবা হজ্ব পালন, তোমার জন্য ফরয সৌদী আরব পবিত্র ভুমি, আল্লাহর ঘর কাবায় হজ্ব না করে টাকা বিলায়, জ্ঞান শূন্য হাবায় সহজ পথে বেহেশ্তে যেতে, হজ্ব টা করো ভাই হজ্ব করলে পাপী হলেও, কোনো সাজা নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.