আমাদের কথা খুঁজে নিন

   

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে।তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন। যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারের কাছে চলেও যায় তবুও তুমি আমার। যদি প্রশান্ত মহাসাগরে একফোটা জল আর নাও থাকে যদি গঙ্গা-ভলগা-হোয়াংহো নিজেদের শুকিয়েও রাখে যদি ভিসুভিয়াস-ফুজিয়ামা একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায় তবুও তুমি আমার। যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধও বাঁধে যদি নিভেও যায় কোনদিন যতটুকু আলো আছে ওই সূর্য আর চাদেঁ যদি সাইবেরিয়ার তুষারে কখনও সবুজ ফসল ফলেও যায় তবুও তুমি আমার।। যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ শিল্পীঃ মান্না দে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।