আমাদের কথা খুঁজে নিন

   

।। অমরত্ব ।।

বাঙলা কবিতা পথ ওদিকেই গ্যাছে যেদিকে অন্ধকার সুড়ঙ্গ, সাপের হিসহিস, সেই শ্বাপদ রাত্রিজুড়ে, পথে পথে কয়লার চাঁই___ পুড়ছে শিখাহীন; শেষপ্রান্ত ছোঁবার আগে মানুষেখেকো জোঁকের কিলবিল জলাশয় কিন্তু ডিঙ্গি নেই কোনও; না থাকুক, তবু যেতে হবে আমাকে, এই পথ আমারই আয়ুর সমান। পথের শেষে দাঁড়িয়ে আছো তুমি, জানি, তোমার বাহু স্পর্শ করা মাত্রই মৃত্যু এসে চুম্বন করবে আমাকে; সেই মৃত্যুকেই আমি অমরত্ব মানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।