আমাদের কথা খুঁজে নিন

   

কেন জাতীয় ভার্সিটির বেহাল দশা

আজকে গিয়েছিলাম ফরম ফিলাপের কাজ সারতে বাংলা কলেজে। আমার বোন প্রাইভেট ডিগ্রী কোর্স করছে বাংলা কলেজ থেকে তো ও অসুস্থ থাকায় আমাকেই যেতে হল কিন্তু আমিতো জানিনা কোন জায়গায় কি কাউকে যে জিজ্ঞেস করব সে রকমও কাউকে পেলাম না অতঃপর আমার বেহাল দশা দেখে একজন দয়াপরবশ হয়ে জানাল যে পাশের রুম থেকে ফরম নিয়ে পরন করে টাকা জমা দিতে কিন্তু যে জায়গায়ই যাই সেখানেই ভীড় এবং লাইন । আজকে ছিল শুধু বিএসএস ১ম এবং ২য় বর্ষের ফরম ফিলাপের ডেট, তাতেই লোকে লোকারন্য। একটু সিস্টেম করে সামনের এক লোক দিয়ে টাকা জমা দেয়ার বাব্যস্থা করলাম। তারপর গেলাম ফটোকপির দোকানে সেখানেও লম্বা লাইন বোঝেন অবস্থা।

তারপর ফরম পূরন করে আসলাম জমা দিতে তা যে লাইন তাতে ভাবলাম আজকে ইফতারি হয়তবা এখানেই করতে হবে। তারপর ভাবলাম দেখি কোন সিস্টেম করা যায় কিনা না সিস্টেমতো করতে পারলামই না উল্টো সেখানে আরেক সিস্টেম কয়েকজন পাতি নেতা পাশে দাঁড়িয়ে তারা নাকি টাকার বিনিময়ে আগে ফরম জমা দেয়ার বাবস্থা করে দেয়। ওদের মাধ্যমে জমা দিতে যাব বলে ভাবছিলাম কিন্তু একজন বলল এর আগের বার ও নাকি ওরা এভাবে টাকা নিয়েছে বাট ফরম জমা দেয়নি। তাই কস্ট করে লাইনের এক ফাকে গিয়ে ঢুকে গেলাম এবং অনেক্ষন দাঁড়িয়ে থেকে ফরম জমা দিয়ে বের হলাম। এর মধ্যে অবশ্য পাতি নেতার কয়েক দফা মারপিট ধাক্কাধাক্কি ও করেছে।

শুধু একটা কলেজ সেখানেই এই অবস্থা তাহলে ভাবেন এরকমতো আরও হাজার হাজার কলেজ আছে তাহলে কত কত লাক লাক স্টুডেন্ট আছে ওদের তারপর আবার ওদেরতো প্রগ্রামের ও শেষ নেই, ডিগ্রি, অনার্স, মাস্টার্স । তাহলে ওদের বেহাল দশা হবেনা তো কাদের হবে। আর আমার মনে হয় ওদের সদইচ্ছার অভাবেও একটু ঘাটতি আছে। তানাহলে জাতীয় ভার্সিটির একটা ওয়েব সাইট আছে সেটা যে কখন অ্যাবেইল অ্যাবল থাকে তা একমাত্র আল্লাহই ভাল জানেন। কোন রেজাল্ট পাবলিশ হলে তো ওয়েবসাইটের লাইনি পাওয়া যায়না।

অথচ আমারতো মনে হয়না ওদের লাইন ফেইসবুক, গুগল এর চেয়ে বেশী বিজি তাহলে কেন এত দুরাবস্থা। প্রয়োজন সদইচ্ছার যেটাই ওদের ঘাটতি আছে বলে আমার মনে হয়। বাকি আরো অনেক কিছু লিখতে মন চাইছিল কিন্তু লেখা অব্যাশ কমতো তাই টাইপ করতে কষ্ট হচ্ছে পরে সুজোগ পেলে আবার লেখার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।