আমাদের কথা খুঁজে নিন

   

চোখ বন্ধ ভালোবাসা

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে চোখ বন্ধ ভালোবাসা। ভালোবাসা এমনই হওয়া উচিৎ, যেমন অলিন্দ-নিলয়ের দোলাচলে হৃদপিন্ড তোমার-আমার কথা বলে, যেমন শ্বাস-দীর্ঘশ্বাসে অণুরনণে এক হয় দুই আত্মা। আমি এমনই ভালোবাসা চাই, চোখ বন্ধ ভালোবাসা, তোমার নেত্রযুগলে কেবল ছবি নয়, কেবল জ্বলজ্বল নক্ষত্র নয়, কেবল সূর্যোদয়ের আদ্যোপান্ত ভালো লাগা নয়, রন্ধ্রের ভীষণ টানে; উন্মোচনে, হাতের উপর হাত, পথের সুড়কিতে আমি এমনই ভালোবাসা চাই, চোখ বন্ধ ভালোবাসা। চোখ বন্ধ হলে কিংবা চোখ বন্ধ করে তুমি আমায় নিয়ে এসো এই হাওরের বিলে কিংবা আমি তোমায় জলস্রোতে শংখচূড় দেখাবো জোছনা রাতে। আমি এমনই ভালোবাসা চাই, চোখ বন্ধ ভালোবাসা, তোমার স্বপ্নে নয়, বাস্তবতায়, তোমার নয়নে নয় ইথারের বার্তায়, তোমার মায়াজালে নয় তোমার স্পন্দনে স্পন্দনে, আমি এমনই ভালোবাসা চাই চোখ বন্ধ ভালোবাসা।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।