আমাদের কথা খুঁজে নিন

   

আজ পাখির মন খারাপের দিন

আমাকে একজন আদর করে ঘুড্ডি ডাকে। কোন প্রেমিক নয়, বন্ধু। আরেকজন ডাকে পাখি। সেও বন্ধু। আমার পাখিই পছন্দ।

ঘুড্ডির নাটাই থাকে আর কারও হাতে। আমি সারাজীবন শুধু নিজের মত থাকতে চেয়েছি। আমি নিজের জগতের সম্রাজ্ঞী। আমাকে কেউ নাটাই হাতে ঘোরাবে তা কি হয়? তাই আমার পাখিই ভাল লাগে। ডানা মেলে উড়ে চলা।

নিজের ইচ্ছায় যেখানে খুশি সেখানে। কিন্তু আজ পাখির মন খারাপ। অনেক খারাপ। তাই মন খারাপের ৃষ্টি তে ভিজে চুপসে থাকা কাক পাখি আজ আশ্রয় নেবে এক চেনা গাছের ডালে। যে গাছটি সব সময় তার ডালপালা পাতা মেলে রাখে পাখিটির জন্য।

পাখিটি অনেক দুষ্ট। সব সময় গাছের কাছে আসেনা। পাছে ঘর বাঁধার স্বপ্ন জাগে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।