আমাদের কথা খুঁজে নিন

   

ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব?

ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব? যারা Lost in Translation ছবিটি দেখেছেন তারা মানবেন যে একটি ছেলে এবং একটি মেয়ে এক বিছানায় সারারাত গল্প করে কাটাতে পারে কোনরুপ শারীরিক আকর্ষণ দ্বারা বিঘ্নিত না হয়ে । আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে অনেকেই হয়ত মানতেই চাইবেনা যে ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব । অনেক তথাকথিত প্রগতিশীল মানুষও ছেলে-মেয়ে সম্পর্ক নিয়ে মুখরোচক মন্তব্য করেন । এর জন্যে হয়ত অনেক ভাল বন্ধুত্বেরই অকাল পরিসমাপ্তি ঘটে । কিন্তু সামাজিক ও ধর্মীয় অনুশাষনের মধ্য দিয়েও এরুপ বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব ।

আমরা কি একটু উদারভাবে চিন্তা করতে পারিনা? আপনি কী ভাবছেন এ নিয়ে? লক্ষ্মী, আমার প্রাণপ্রিয় বন্ধু। ওর আরো তিনটে নাম আছে। এটা আমার দেয়া। তাকে আমি খুব পছন্দ করি, খুব। গত ক'দিন আগে তার জীবনে প্রচণ্ড এক ঝড় বয়ে গেছে।

এখনো ওই কষ্টের রেশ যায়নি। গত রাতে ওর বাসায় গিয়েছিলাম। ওর আব্বু, আম্মু ও দুই ভাইয়ের সঙ্গে বসে কথা বললাম। নাস্তা করলাম। আর আসার সময় শান্তনা দিয়ে আসলাম।

একটি ভুল করে সে এখনো তার খেসারত দিচ্ছে, মানে খুব টেনশন ফিল করে সারাক্ষণ। আর কোনো ভুল যেন সে না করে, সেই কথাটি বুঝাতেই আমি গিয়েছিলাম। বিপদের সময় বন্ধুকে শান্তনা দিতে পেরে খুব ভাল্লাগছে। বন্ধুও আমাকে ইশারায় বলেছে - আর কোনো পাগলামি করবে না, ভুল করবে না। বাসায় এসে টের পেলাম রাত ১২টার পর বন্ধু দিবস।

সবাই আমার বন্ধুটির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার জীবনের ছন্দটা ঠিক রাখেন। আমীন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.