আমাদের কথা খুঁজে নিন

   

some child concept on keyword research

কীওয়ার্ড নিয়ে কাজ করার ক্ষেত্রে কীওয়ার্ড সংক্রান্ত কতিপয় টার্মস সম্পর্কে ধারণা নিতে হবে । নিচে এগুলো সম্পর্কে ধারণা দেয়া হল : কীওয়ার্ড ফ্রিকোয়েন্সি : কোন পেজ বা কোন পেজের সেকশনে কোন কিওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে তার সংখ্যা । একটি কীওয়ার্ড ফ্রেজ যতবার বেশি ব্যবহার করা হবে তত বেশি গুরুত্ব বাড়বে । এটা সাধারণ হিসাব তবে এটাও লক্ষ্য রাখতে হবে যেন কিওয়ার্ড ফ্রেজের ব্যবহার পেজে অতিরিক্ত না হয়ে যায় । ।

কেননা প্রতিটি সার্চ ইন্জিনে কীওয়ার্ড ফ্রিকোয়েন্সি এর একটা মাত্রা আছে । কিওয়ার্ড ফ্রেজের সংখ্যা অধিক হলে সার্চ ইন্জিন তাকে কীওয়ার্ড স্প্যামিং হিসেবে ধরে নিয়ে পেজটিকে আন্ডার ইষ্টিমেট করবে । কীওয়ার্ড প্রমিনেন্স : কীওয়ার্ড- পেজ শুরুর রেন্জের কতটা কাছে আছে তার পরিমাপ । সাধারণভাবে যে কীওয়ার্ড ফ্রেজগুলি গুরুত্বপূর্ণ তাদেরকে পেজের শুরূর এলাকার দিকে কাছে রাখতে হবে । এটি সার্চ ইন্জিনের কাছে কীওয়ার্ডের গুরূত্ব বাড়িয়ে তুলবে ।

কীওয়ার্ড প্রক্সিমিটি: এটি এক বা একাধিক কীওয়ার্ডের মধ্যে নৈকট্য নিদেশ করে । সর্বদা কীওয়ার্ডগুলো এমনভাবে গ্রুপিং করে রাখা প্রয়োজন যেন তা ইউজার কতৃক সার্চের সময় সিঙ্গেল কোন ফ্রেজের ন্যয় চিহ্ণিত হতে পারে । যেমন “home mortgage loan” এটির পরিবর্তে home loan ব্যবহার করা যেতে পারে । এটি সার্চ ইন্জিনের ক্ষেত্রে এক অর্থে ফলদায়ক কেননা ইউজার ২য় ফ্রেজটি সাধারণত সার্চকুয়ারি হিসেবে বেশি ব্যবহার করে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।