আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা ! অনুপমা !

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে জীবন পথে প্রেম হারিয়ে গেল; উড়ে আসা মেঘ ভেসে চলে গেল। চলে গেলে তুমি ফিরে এলে না আর; শূন্য এ মনে জমে ব্যাথার পাহাড়। প্রিয়তমা ! তুমি করেছ কি ক্ষমা ? অনুপমা ! আমি জানি একা থাকার যন্ত্রনা। দুখের ঘরের বাতি জ্বাললে তুমি; বিরহের বেদনায় পুড়ে মরলাম আমি। শতশত ভালবাসা; আশা আর নিরাসা; ভিড় করে আসে দেখ মনের আঙিনায়।

প্রিয়তমা ! আজ ও আমি একা। অনুপমা ! তুমি বোঝনি আমার মনের কথা। কত বারিধারা ঝড়ে আঁখি দুটি হতে; হিয়ার শোচনা মেশে কান্নার সাগরে। তুমি আজো মনে পড়ো; তুমি কাছে ফিরে এসো; এই প্রার্থনা করে প্রেম বারবার। প্রিয়তমা ! তুমি আর দূরে সরে থেক না।

অনুপমা ! তুমি আর রাগ কোরো না। - কবি কালিদাশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।