আমাদের কথা খুঁজে নিন

   

৫৫ টাকা ফিতরা নির্ধারণ নাকি আলেমদের ধনী তোষণ।

ফেতরা সংক্রান্ত হাদিস গুলি পর্যালোচনা করলে মোট ৫ প্রকার খাদ্য দ্বারা সদকায়ে ফিতর আদায়ের বর্ণনা পাওয়া যায় । ১/ যব , ২/ খেজুর, ৩/ পনির , ৪/কিচমিচ ,৫/ গম । এই ৫ প্রকারের মধ্যে , যব , খেজুর, পনির , কিচমিচ দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে চাইলে মাথা পিছু ৩ কেজি ২৭০ গ্রাম, আর গম দ্বারা আদায় করতে চাইলে ১কেজি ৬৩৫ গ্রাম । এটা হল ওজনের দিক দিয়ে তফাৎ । আর মূল্যের পার্থক্য তো রয়েছেই ।

হাদিসে এই ৫ টি দ্রব্যের যে কোন টি দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেয়া হয়েছে যেন মুসলমান গন নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যে কোন এক টি দ্বারা তা আদায় করতে পারেন । তাই এ ক্ষেত্রে উচিত হল ,যার কিসমিস হিসাবে ফিতরা আদায়ের সামর্থ্য রয়েছে তার জন্য ঐ হিসাবে দেওয়াই উত্তম, যার সাধ্য পনির হিসাবে দেয়ার তিনি তাই দিবেন, এর চেয়ে কম আয়ের লোকেরা খেজুর বা কিসমিসের হিসাব গ্রহন করতে পারেন। যার জন্য এগুলার হিসাবে দেয়া কঠিন তিনি আদায় করবেন গম দ্বারা । এটাই উত্তম নিয়ম । কোন ভাবেই ডালাও গমের হিসাবে নয়।

বাংলা দেশে একজন লোকও কি যব , খেজুর, পনির , কিচমিচ দ্বারা সদকাতুল ফিতর আদায়ের সামর্থ্য রাখেন না? অথচ বাংলাদেশ ইসলামিক ফাউনডেসন ধনী -নির্ধন সকলের জন্য একই হারে ফেতরা নির্ধারণ করে , যা ধনীদের তোষণ করারই নামান্তর । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।