আমাদের কথা খুঁজে নিন

   

।। অনুতাপ ।।

বাঙলা কবিতা এক রাতে, স্বপ্নের ভেতরে সেই মন্ত্র পেয়ে যাই, পারিপার্শ্বিকতা যদি প্রতিকূল, সমস্ত সুন্দর ওই মন্ত্রের ভেতরে তুলে সুরক্ষিত করে রাখা যায়; এই হলো মন্ত্রের ক্ষমতা। একদিন সেই মন্ত্র পরীক্ষার ছলে, ও আমার বিহিত সুন্দর, তোমাকে তো ঢুকিয়েছি মন্ত্রের ভেতরে! এমন কলিজা-ফাটা দিনে, কীভাবে তোমাকে ফের বাইরে আনি? স্বপ্নে শেখা মন্ত্র আর মন্ত্র ফেঁড়ে তোমাকে আনার সেই চূড়ান্তকৌশল স্মৃতিস্বল্পতার দিকে হারিয়ে গিয়েছে; আজ শুধু অনুতাপ, হাহাকার, নিখিল-যন্ত্রনা হয়ে শ্রাবণনিনাদে বেজে ওঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।