আমাদের কথা খুঁজে নিন

   

চেনা শিল্পী, অচেনা গান

মরণ আমার ভালো লাগে দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, কনিকা বন্দ্যোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়, সুমিত্রা সেন ও সাগর সেনের মতো দিকপাল রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের গাওয়া রবীন্দ্রসঙ্গীত আমরা সবাই শুনেছি । কিন্তু তাঁদের গাওয়া আধুনিক বা অন্য ধারার গান ? আসুন শোনা যাক হাতেগোনা সেই অচেনা ও দুর্লভ গানগুলো । চেনা শিল্পী, অচেনা গান ১। দেবব্রত বিশ্বাস - ক্যারে হেরা আমারে গাইতায় দিল না ২। দেবব্রত বিশ্বাস - চাঁদ সুরুজ গ্রহ তারা ৩।

সুচিত্রা মিত্র - আমায় দোলা দিয়ে যায় ৪। সুচিত্রা মিত্র - তোমায় আমায় খনেক দেখা ৫। কনিকা বন্দ্যোপাধ্যায় - গান নিয়ে মোর খেলা ৬। কনিকা বন্দ্যোপাধ্যায় - ওরে ওই বন্ধ হোল দ্বার ৭। কনিকা বন্দ্যোপাধ্যায় - সুরের পথে ঘুরে বেড়ায় ৮।

কনিকা বন্দ্যোপাধ্যায় - পত্র লিখি কাজল মেঘে ৯। চিন্ময় চট্টোপাধ্যায় - এত রঙ কে দিলো ১০। চিন্ময় চট্টোপাধ্যায় - যদি নিজেরে হারাই ১১। চিন্ময় চট্টোপাধ্যায় - মনে রেখো, বলবো না আর ১২। সুমিত্রা সেন - ও ফুল ফুটলি কেন ১৩।

সুমিত্রা সেন - সারাদিন তোমাকে খুঁজেছি ১৪। সাগর সেন - এ জীবন সূর্যের স্বপ্ন ১৫। সাগর সেন - তোমার জন্যে সবটুকু সুর ১৬। সাগর সেন - এই জীবন এমনি করেই ১৭। সাগর সেন - কি হল চাঁদ কেন মেঘে ঢেকে গেলো কোয়ালিটি - ১৬৫ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ - ৫৪ মেগাবাইটস ডাউনলোড - চেনা শিল্পী, অচেনা গান  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.