আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে ৮ কোটি ৩০ লাখ ভুয়া ব্যবহারকারী

রাজনীতি করিনা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেইসবুকের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। আর তা এর পরিসংখ্যান থেকেও স্পষ্ট। কিছুদিন আগে এক আনুষ্ঠানিক ঘোষণায় ফেইসবুকের অ্যাক্টিভ বা সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯৫ কোটি ৫০ লাখ উল্লেখ করা হয়। আসলেই কি তাই! কারণ, প্রতিষ্ঠানটির নতুন এক জরিপে দেখা গেছে, ফেইসবুকের সক্রিয় ব্যবহারকারীর মোট সংখ্যার ৮ দশমিক ৭ শতাংশই ভুয়া। সে হিসেবে ৮ কোটি ৩০ লাখ সক্রিয় ব্যবহারকারীর ফেইসবুক অ্যাকাউন্টের কোন বিশ্বাসযোগ্যতা নেই।

নিঃসন্দেহে এ সংখ্যা ওয়েবসাইটটির মাসিক ব্যবহারকারীর সংখ্যায় নেতিবাচক প্রভাব ফেলবে। ভুয়া এ অ্যাকাউন্টগুলো তিনটি ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে, একই ব্যবহারকারীর দুটি ফেইসবুক অ্যাকাউন্ট রয়েছে, যা মোট ভুয়া অ্যাকাউন্টের ৪ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয়টি হচ্ছে, মিসক্ল্যাসিফাইড অ্যাকাউন্ট। এর অর্থ হচ্ছে ব্যবহারকারী হয়তো তার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য ব্যক্তিগত কোন অ্যাকাউন্ট তৈরি করছেন।

এ ধরনের ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ২ দশমিক ৪ শতাংশ। তৃতীয় ভাগটি হচ্ছে অনাকাক্সিক্ষত অ্যাকাউন্ট। অর্থাৎ যে ব্যবহারকারীরা ফেইসবুকের নিয়ম লঙ্ঘন করছেন। এ ধরনের ভুয়া ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৫ শতাংশ। ফেইসবুকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা মাত্র ১০ শতাংশ বেড়েছে।

দেশটিতে মোট ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ৮০ লাখ। অথচ বৈশ্বিকভাবে ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। ওই পরিসংখ্যানে আরও দেখা গেছে, মানুষ ডেস্কটপ কম্পিউটারের পরিবর্তে স্মার্টফোনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এ বছরের মার্চ মাসে যেখানে মোবাইলে মোট ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮ কোটি ৩০ লাখ। সে সংখ্যা জুন মাসে গিয়ে দাঁড়ায় ১০ কোটি ২০ লাখে।

অর্থাৎ ব্যবহারকারীর সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে। তবে ভুয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাতে ফেইসবুকের প্রকৃত অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা নিয়েও বিতর্কের অবসান হবে। সূত্রঃ মানব জমিন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।