আমাদের কথা খুঁজে নিন

   

II..আলসে মেয়ে..II

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি II..আলসে মেয়ে..II ….দোলন মাহমুদ..। এক চিলতে চাঁদের আলোয়, বিছিয়ে সুখের ঘোর। স্বপ্ন থেকে কুড়িয়ে নিলাম, তোর জন্য একটি ভোর।

। ভোর হয়েছে অনেক আগে, ঘুমের ঘোর কাটেনি তোর। আলতো করে চোঁখ মেলে দেখ, পুরো সকালটাই আজ তোর। । আলসে মেয়ে খোল বাতায়ন, বাহিরে একটু চেয়ে দেখ।

আকাশটা তোর সাজিয়ে রেখেছি, দিয়ে কিছু নীলচে আলোয় মেঘ। । একটু পরে ঝড়বে বুঝি, শান্তিময় অমীয় বারি ধারা। স্বর্নলতা কাপছে থর থর, হয়ে আজ আনন্দে দিশেহারা। ।

এই বাদল দিনের বাদল ধারা, ঝড়ছে তোরি জন্য। তুই যদি আজ ভিজিছ হেথায়, তবে বারিষ হবে ধন্য। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।