আমাদের কথা খুঁজে নিন

   

এই বুকেতে রাখি

দ্রোহের আগুনে উঠুক জ্বলে সুখ পাখিটা বুকের মাঝেই রাখি জল মোতিটাও সেই খাঁচাতেই উঁকি। কান্না হাসির সাথেই ভালোবাসা দুজন মিলে একটা ছোট বাসা। সাজাই সেথা তোরই ছবি রোজ রাখিস কি তুই আজ সে ঘরের খোঁজ? ঘরের মাঝে একলা থাকার বনে ভাবছি তোকেই, ভাবছি সঙ্গোপনে। ভাবতে গিয়ে সাঁঝ বাতিটা জ্বালি মনে তবু জমছে আঁধার খালি। কেমনে থাকি তোকে ছাড়া একা তোকে পেয়েই বাসতে ভাল শেখা। কেমনে কাটাই তুইবিহীন এই বেলা এমনি করেই কাটলো সময় মেলা। সময় যেন প্রজাপতির পাখা নাম না জানা স্বপ্ন হরেক মাখা। তাই তো তারা রোজ রাতে দেয় উঁকি তখন তোকে এই বুকেতে রাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।