আমাদের কথা খুঁজে নিন

   

শফিকুর রহমান শাহজাহানের ছড়া

হীরক রাজার দেশ এটা যে শফিকুর রহমান শাহজাহান বাংলাদেশের নেত্রী দু’জন দুই মেরুতে বাস করেন, নানা ছুতোঁয় দু’জন মিলে ঝগড়া বারো মাস করেন। পরের কথায় নাচতে গিয়ে যখন তখন দোষ করেন, উচিত কথা বলতে গেলে দু’জনেই ফুঁস ফুঁস করেন। আম-জনতার শাসন নিয়ে হর হামেশা খেল করেন, স্বৈরাচারী ঠিকই তারা গণতন্ত্রে ফেল করেন। কাস্তে লগি বৈঠা হাতে রাজপথে মি-ছিল করেন, মতের অমিল হলে পরে পথিক ধরে ‘কিল’ করেন। তল্পীবাহক সু-শীল সমাজ বুদ্ধিজীবির চাষ করেন, ভাব খানা এই তাদের জোরেই ফেল অথবা পাস করেন। আখের নিয়ে স্বপন দেখেন সবার সাথে ‘স্যু'ট’ করেন, ‘দেশ বিরোধী’, ‘স্বৈরাচারী’ ডানে বামে জোট করেন। ঘাট পেরুতে সবাই মিলে ঘরে ঘরে ভিখ্ করেন, ভোটের শেষে বলির পাটা ভোটার ধরে ‘কিক্’ করেন। আত্মসুখে রাজনীতিকরা ‘মাকাল’ ফলের চাষ করেন, হীরক রাজার দেশ এটা যে সবাই মিলে নাশ করেন। --------------- void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।