আমাদের কথা খুঁজে নিন

   

আজকের গণতন্ত্র

আজকের গণতন্ত্র উপহার দেয় শুধুই নিরীহ মানুষের গলা কাটা লাশ, কেড়ে নেয় আমাদের স্বাধীনতা আর শুনায় ছেলে হারা মায়ের কান্নার গুন গুনানী বার মাস। নৈরাজ্য,দু্র্নীতি,আজ যতই ছিনতাই, ঘুষ,সন্ত্রাস, খুন, সব আজকের গনতন্ত্রের এ এক মহাগুণ। আজকের গনতন্ত্রের অধীনে লালিত হয় সন্ত্রাস-মাস্তান বুলেটের আঘাতে রচে কত শত খুন ভেজা দাস্তন। বদলায় কাল বদলায় নাতো জীবন নাশের ঋতু প্রাণ ভয়ে আজ বাংলার মানুষ সবাই যে স্বধা ভীতু। গণতন্ত্রের ছায়াতে আজ বদমাশ যত মসনদে বসে হয় রাষ্ট্রের কর্ণধার গরীবের খুন চুষে চুষে খায় নিরীহরা পায়না নিজেদের অধীকার। সুখের স্বর্গে যাবো চলে ছেড়ে দেব এই দেশ। আজকের গণতন্ত্রের অবসান হোক হোক ইবলিশ নীতি শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।