আমাদের কথা খুঁজে নিন

   

৩৩ বছর পরেই মিলবে অমরত্ব!

আগামী ৩৩ বছরের মধ্যে মানুষের জন্য যান্ত্রিক অমরত্ব তৈরি করতে চাইছেন রাশিয়ান মিডিয়া মুগল ডিমিত্রি ইটসকভ। এজন্য পুরোপুরি কার্যক্ষম হলোগ্রাফিক ‘হিউম্যান অ্যাভাটার’ তৈরির জন্য একদল বিজ্ঞানীকে নিয়োগ দিয়েছেন তিনি। যান্ত্রিক মস্তিষ্ক সমৃদ্ধ এই প্রজেক্টটির জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের কাছে অর্থ সাহায্যও চেয়েছেন তিনি। খবর গিজম্যাগ-এর। ইটসকভের দাবি অনুযায়ী, আগামী ৩৩ বছরের মধ্যে সাইবারনেটিক অমরত্ব অর্জন হবে কয়েকটি ধাপে।

প্রথমে এমন একটি রোবট তৈরি করা হবে যা নিয়ন্ত্রণ করা যাবে ব্রেইন ইন্টারফেস দিয়ে। এরপর আরেকটি রোবট তৈরি করা হবে, যেখানে প্রতিস্থাপন করা যাবে মানব মস্তিষ্ক। এর পরের ধাপে তৈরি করা হবে আরেকটি রোবট, যেখানে থাকবে মানুষের জৈবিক মস্তিষ্কের অনুকরণে তৈরি একটি যান্ত্রিক মস্তিষ্ক। আর সবার শেষে তৈরি হবে একটি হলোগ্রাফিক ‘অ্যাভাটার’ যেখানে থাকবে মানুষের বুদ্ধিমত্তা। এদিকে নিজের প্রজেক্টটির অর্থায়নের জন্য ফোর্বস ম্যাগাজিনের তৈরি বিশ্বের শীর্ষ ধনীদের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন ইটসকভ।

চাইলেই তারা অমরত্ব অর্জন করতে পারেন, এমনটাই বলেছেন তিনি ওই খোলা চিঠিতে। শুধু তাই নয়, তার প্রজেক্টটির কার্যক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করলে, এটির কার্যক্ষমতা তাদের সামনে প্রমাণ করে দেবেন এবং প্রয়োজনে মুফতেই তাদের ইমোর্টালিটি প্রজেক্টের অংশ করে নেবেন বলেই ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ৩৩ বছরের মধ্যে অমরত্ব অর্জনের ঘোষণা দেয়ার পর থেকে ডিমিত্রি ইটসকভকে নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে তৈরি হয়েছে নানা কৌতুহল। ইটসকভ একজন রাশিয়ান মিডিয়া মুগল এতোটা নিশ্চিত হলেও, তার ব্যক্তিগত জীবন এবং অতীত পুরোটাই রয়েছে রহস্যাবৃত। ২০৪৫ সালের মধ্যে ইতসকভ যদি তার দাবি অনুযায়ী সাইবারনেটিক উপায়ে অমরত্ব অর্জনে সফল হন, তবে হলিউড মুভি ‘সারোগেট’-এর কাহিনী রুপালি পর্দা ছেড়ে যে বাস্তবে নেমে আসবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএস/এইচবি/জুলাই ৩০/১২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।