আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড় আর সমুদ্রের মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! অভিমানী থেকো না, সমুদ্রের ঢেউ গুনতে শিখে নাও সমুদ্রপাখিদের পাঠশালায়; যারা চলে যায় ওকবনের ভিতর দিয়ে চিরতরে, তাদের পথেও হেটো না ! রোদের দীর্ঘশ্বাস নিয়ে ডিঙাতে থাকো নদীর পর নদী, মধ্য দুপুরের সূর্য, বর্ষসেরা হাহাকার! কে তোমার চোখের আঙিণায় ঘুরাতে থাকে যৌনলাটিম; আয়নামহলের বড্ড শারীরিক পরী, তোমার পাশে বসে থাকে তিলোত্তমা বৃষ্টির মত; সে এক অদ্ভুত অসুখ! শহরে শহরে গড়ে উঠা ইটের পিরামিড থেকে চুরি করে নাও জানালাবন্দী মলিন মুখ! পূর্ণিমার রাতে সমুদ্রে ডুবে যাও অথবা স্নানের অভিজ্ঞান নিয়ে বরং পাহাড়ের দিকে চলে যাও ; সমুদ্র পাহাড়ের আত্মীয় !! জেনে রেখ, পাহাড় আর সমুদ্রের মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।