আমাদের কথা খুঁজে নিন

   

খুব সহজেই রুট করুন আপনার এন্ড্রয়েড মোবাইল

মানুষ মানুষের জন্য..... আর তাই মানুষের সাথেই ছিলাম... আছি... থাকব... যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা রুট শব্দটির সাথে কম বেশি পরিচিত। রুটিং কেন করবেন? অনেক এন্ড্রয়েড মোবাইল আছে যে গুলায় ইন্টারনাল মেমরি কম থাকে। আর বেশির ভাগ এন্ড্রয়েড মোবাইল এর ধর্ম হচ্ছে বেশিরভাগ অ্যাপ্লিকেশান গুলা ফোন মেমোরিতে ইন্সটল করবে। এতে এন্ড্রয়েডে অল্প কিছু অ্যাপ্লিকেশান ইন্সটল করলেই মেমরি ফুল হয়ে যায়। ফলে এন্ড্রয়েডে নতুন কোন অ্যাপ্লিকেশান ইন্সটল করতে হলে আগের গুলা আনইন্সটল করতে হয়।

এট বিরক্তিকর। রুট করার ফলে এন্ড্রয়েড এর যে কোন অ্যাপ্লিকেশান মেমোরি তে মুভ করা যায়। যার ফলে এন্ড্রয়েডে ইচ্ছামত অ্যাপ্লিকেশান ইন্সটল করা যায়। শুধু এটাই নয় আরও অনেক কিছুই করা যায় রুটিং করে। এইবার আসি কাজের কথায়।

কিভাবে এন্ড্রয়েডে রুট করবেন প্রথমে এইখান এইখান থেকে এন্ড্রয়েড রুট করার সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। এবার আপনার এন্ড্রয়েড মোবাইলের ডিবাগিং মোড অন করুন। মোবাইলটি ইউএসবি দ্বারা পিসিতে কানেক্ট করুন। এন্ড্রয়েড ডিভাইসটির ড্রাইভার ইন্সটল না দেয়া থাকলে ইন্সটল করে নিন। এরপর সফটওয়ারটি ওপেন করুন।

Root লেখাটিতে ক্লিক করুন আপনার এন্ড্রয়েড মোবাইলের মডেল নাম্বার সহ একটি মেসেজ আসবে ওকে করুন। কাজ শুরু হয়ে যাবে কাজ শেষ হয়ে নিশ্চিতকরণ মেসেজ আসবে এবং এন্ড্রয়েড মোবাইল রিস্টার্ট নিবে। হয়ে গেল রুটিং। কিভাবে বুঝবেন আপনার এন্ড্রয়েড ডিভাইসটিতে রুটিং হল কি না? দেখবেন মেনুতে সুপারইউজার নামে একটি নতুন অপশন এসেছে। না আসলে রুটিং ঠিকমত হয় নাই।

রুটিং করলে আপনার এন্ড্রয়েড ডিভাইসটির ওয়ারেন্টি নস্ট হয়ে যাবে এইজন্য প্রয়োজন হলে আবার আনরুটিং করলেই ঠিক হয়ে যাবে। এই সফটওয়্যারটিতেই দেখবেন আরেকটি অপশন আছে unroot নামে সেখানে ক্লিক করলেই আবার মোবাইল আগের অবস্তায় ফিরে আসবে। রুটিং করার পর গুগল প্লেতে সার্চ দিয়ে link2ad সফটওয়্যারটি ইন্সটল করে নিন। এবার আপনি কিছু প্রিইন্সটল ছাড়া সব অ্যাপ্লিকেশান মেমোরি কার্ডে মুভ করতে পারবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।