আমাদের কথা খুঁজে নিন

   

নারী=যৌনতা

গত কয়েকদিন আগে ঢাকার একটি স্বনামধন্য শপিংমলে গিয়েছিলাম। সেখানে একটি ফ্যাশন হাউসের বিজ্ঞাপনের দিকে চোখ গেলো। এই ধরনের হাফ নুড ছবি দিয়ে ফ্যাশন হাউসটি কি বুঝাতে চেয়েছে তা বুঝতে পারলামনা । এই ছবি গুলো মার্কেটে বাবা-মা এর সাথে আগত শিশুরা দেখলে কি শিখবে। ছবিগুলো ভালো করে লক্ষ্য করতেই মনে পড়লো এই মেয়েগুলোকে টিভি বিজ্ঞাপন এবং আরো অন্যান অনেক ধরনের বিজ্ঞাপনেই দেখেছি।

ভাবছি এদের বাবা-মা আছে কিনা? নাকি এদের বাবা/মা/ভাই/বোন দের মানসিকতাও একই রকম। আরো ভাবলাম, যে মেয়েরা এই ধরনের হাফ নুড ছবির প্রকাশ্য মডেল হতে পারে, তারা না জানি গোপনে কি কি করে, আর তাদের মূল পেশা কি? মডেলিং না অন্য কিছু?.........এই মেয়েগুলোই আবার বিয়ের বাসর রাতে স্বামীকে বলবে এই আস্তে ব্যাথা পাচ্ছি তো!!!!!!!!হয়তো অদুর ভবিষ্যতে এই ধরনের মেয়েগুলোকে অর্ন্তবাসের মডেল (দেশের অভ্যন্তরে এবং বাহিরে) হিসেবে দেখা যেতে পারে। তখন হয়তো বাংলাদেশের কিছু বৈদেশিক মুদ্রা অর্জন হবে। খুব ইচ্ছা হয়েছিলো সেই ফ্যাশন হাউসের কর্ণধারকে যদি জিজ্ঞেস করতে পারতাম যে, ভাইয়া/আপু এই ধরনের যৌন সুরসুরি মার্কা ছবি দিয়ে পণ্যের বিজ্ঞাপন দেয়ার মানেটা কি? আমাদের বাংলাদেশ এর মেয়ে দের আরো বেশি করে উলঙ্গপনার দিকে আকৃষ্ট করার কারণটা কি? তবে দুঃখের বিষয় এই বাংলাদেশ এর ছেলে/মেয়েরা খারাপ আর কি হবে!সবইতো শেষ। কারণ এখন বাংলাদেশি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়/কলেজ/স্কুলের ছেলে-মেয়েদের নিজেদের মোবাইল/ক্যামেরাতে ধারণকৃত পর্ণো ভিডিও হাতের নাগালেই পাওয়া যাচ্ছে।

ভাবতে অবাক লাগে ছবির মেয়েগুলো আবার মুসলমান নামধারী এবং মুসলমান নামধারী কিছু কুলাঙ্গারের ঘরে জন্ম গ্রহণ করেছে। এই মেয়েগুলোর ছবি আবার আমাদের দেশের বিভিন্ন দৈনিক পত্রিকার ফ্যাশন পাতার ঈদ ফ্যাশন ক্যাটাগরিতে দেখা যাচ্ছে। ............................কি আর লিখবো.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।