আমাদের কথা খুঁজে নিন

   

পরিচ্ছন্নতা অভিযান

লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নাম কী? আপনারা বলবেন এটা কোন প্রশ্ন হল? হ্যাঁ আপনাদের উত্তর সঠিক হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের পরিবেশ কেমন হওয়া উচিত? আপনি নিশ্চয় মনে মনে ভাবছেন ঝকঝকে তকতকে। আপনার ভাবনায় কোন ভুল নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন।

এই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ খুবই নোংরা। বঙ্গবন্ধু বা জিয়া হলে যেতে হলে আপনাকে নাকে রুমাল দিয়ে যেতে হবে। কারণ এ পথে যেতে হলে আপনাকে ময়লার স্তুপের মুখোমুখি হতে হবে। এমন বিকট গন্ধ আপনার বুমিও আসতে পারে। এছাড়াও কলা ভবন, বাণিজ্য অনুষদ ও টি এস সি সহ এমন কোন জায়গা নেই যেখানটা আপনি পরিষ্কার পাবেন।

কারণ এখানকার শিক্ষার্থীদের মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাকী সবাই খাওয়ার পর উচ্ছিষ্টাংশ বা খাবারের প্যাকেটটি যত্রতত্র ফেলে দেয়। এই প্রতিষ্ঠানটি কয়েকটি জায়গায় নামে মাত্র ডাস্টবিন থাকলেও কেউ ব্যবহার করে না। আবার ডাস্টবিন যারা ব্যবহার করে তারাও দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। কারণ ডাস্টবিনগুলো দেয়ার পর থেকে সম্ভবত একবারও পরিষ্কার করা হয়নি। এই মত অবস্থায় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিনের ব্যবস্থা করা হোক।

সাথে সাথে আমরা যারা ডাস্টবিন ব্যবহার করি তাদের জন্য হলেও নিয়মিতভাবে ডাস্টবিন পরিষ্কারের ব্যবস্থা করা হোক। এভাবেই একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার জোর দাবি জানাচ্ছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.