আমাদের কথা খুঁজে নিন

   

শৈশপোরাধ=(শৈশব+অপরাধ)......ফালতু কবিতা

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা। তুমি বড় বেশি কথা বল, এত কিছু জানার কি প্রয়োজন? এত কিছু বোঝার দরকার কি? অন্তরালের চালিকা শক্তি, অন্ধকারের নাটের গুরু, মহানিয়ামক- সেসব তোমার বুঝতে হবেনা। ফাজিলের ফাজিল......! সত্যের উদগিরন, পাপের অন্তর্ধাণ, মানবাধিকার- এসব তোমার কম্ম নয়। মাথামোটা কোথাকার.....! তোমার না সামনে পরীক্ষা? তুমি মন দিয়ে পড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।