আমাদের কথা খুঁজে নিন

   

|| হুমায়ুন-শাওন প্রসঙ্গ ||

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন হুমায়ূন আহমেদ তো চলে গেলেন, রয়ে গেল তাঁর সৃষ্টিগুলো । কেউ আছেন তাঁর অন্ধ ভক্ত, কেউ কেউ অন্ধ ভক্ত না হলেও ভক্ত বা পছন্দকারী, আর কেউ কেউ আছেন যারা তাঁর নামটাও শুনতে পারেন না । কেউ কেউ তাঁকে সত্যজিৎ রায়ের সাথেও তুলনা করে ফেলছেন আবেগের বশে! তবে শাওনের সাথে তাঁর সম্পর্ক নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন ও বলছেন । মেয়ের বয়সী একজন মেয়ের সাথে সম্পর্ক করাটাকে অনেকেই খারাপ চোখে দেখেছেন, সমালোচনায় মুখর হয়েছেন । সেই সমালোচনা এখনও শেষ হয়ে যায়নি, হয়তো হবেওনা কোনদিন ।

তবে আগের ঘরের সন্তান-সন্ততিকে পর করে দিয়ে তিনি যে ভুল করেছিলেন সেটাও অকপটে স্বীকার করেছেন এবং দুঃখ করে গেছেন । ( Click This Link ) যাই হোক, তিনিও তো একজন মানুষ ছিলেন । মানুষের ভুল হতেই পারে । নিরপেক্ষ চোখে দেখতে গেলে হুমায়ূন আহমেদকে এক দিক দিয়ে আমি সাধুবাদ জানাই, সেটা হল তিনি মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করলেও তাঁকে স্বীকৃত দিয়েছেন, ঘরে তুলে নিয়েছেন । আজকাল এরকম সম্পর্ক একেবারে যে হয়না তা বলা যাবেনা- তাদের মাঝে ক'জন হুমায়ূন আহমেদের মতো ঘরে তুলে নিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন? তাই আসুন, মৃত মানুষটি নিয়ে আর সমালোচনায় না মাতি, আড্ডার টেবিল মাতানোর নতুন কোন বিষয় খুঁজি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।