আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী কায়দায় দোয়ার মাধ্যমে মন্দির উদ্বোধন করলেন মুহিতঃ ধর্মনিরপেক্ষতা আওয়ামী ষ্টাইল!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এদেশের প্রায় ৮% হিন্দু ভাই ও বোনেরা তাদের ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করুক এই আশাই করি। তারা সবাই বাংলাদেশী এভাবেই খ্রীষ্টান, বৌদ্ধ সহ অন্য ধর্ম এবং অন্য শান্তিপূর্ণ মতের মানুষ যেন যার যার ন্যায্য নাগরিক অধিকার পায় সেটাও সমর্থন করি। এমনকি কেউ যদি ইসলাম ছেড়ে অন্য ধর্মেও চলে যায় তাতেও আফসোস ও হতাশা নেই। আল্লাহ সবাইকে তার নিজ নিজ চিন্তায় ও সিদ্ধান্তে স্বাধীনতা দিয়েছেন। হেদায়েতের মালিক আল্লাহ নিজে।

সমস্যা হয় তখন কেউ মুসলমান হয়েও একই সাথে সাথে অন্য ধর্মীয় আচরণ করে। তাতে শিরকী ও কুফরী খুব স্বাভাবিক। সে তখন আর মুসলমান থাকতে পারে না। আর অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে সেখানে আল্লাহর কাছে এর জন্য রহমত চাওয়া হাস্যকর। স্বাভাবিক মানুষ হিসেবে এর শান্তিপূর্ণ কার্যক্রম আশা করা যেতে পারে।

তাই যেখানে আল্লাহর সাথে শিরকী ও কুফরী হয় সেখানে এর জন্য ইসলামী কায়দায় দোয়া চাওয়া জায়েজ নয়। সিলেট নগরীর দক্ষিণ সুরমায় যে শিববাড়ী মন্দির উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী মুহিত তাতে তার স্রেফ মন্ত্রী হিসেবে ফিতা কাটা টাই যৌক্তিক ছিল। কিন্তু দলীয় ধর্মনিরপেক্ষতা ষ্টাইল প্রয়োগ করে ইসলামের মূল নিয়মকেই ভঙ্গ করা হল। এখন বহু ধর্মনিরপেক্ষ ও ভারতপন্থীরা বলবে এটাই হল খাটি ধর্মনিরপেক্ষতা। পবিত্র কোরআন কি বলল সেই বিষয়ে কোন ধার ধারে না।

এটা দেশের ৯০% মুসলমানের ধর্ম নষ্ট করার কৌশল। যার যার ধর্ম সে সে শান্তিপূর্ণ ভাবে পালন করবে সেটা সব সময় মানি। কিন্তু পবিত্র ইসলামকে এভাবে অযৌক্তিক ও অন্যায় ভাবে প্রয়োগ করবে সেটা কোনদিনও মেনে নিব না। সেটা মুহিত ও আওয়ামী-বাকশালীদের নিজস্ব ষ্টাইল হতে পারে ৯০% জনগণের নয়। আল্লাহ আমাদের শিরকী ও কুফরী হতে রক্ষা করুন এবং ইমানের সাথে হেফাজত করুন, আমিন!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.