আমাদের কথা খুঁজে নিন

   

বস্ মাঝি আপনারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে!

দিন বদলের এমন ঘটনাতো ঘটবেই, সবার মোবাইল কানেকশনে এখন ইন্টারনেট! বর্তমানে একটি টেলিকম কোম্পানীর বিজ্ঞাপনে দেখা যাচ্ছে মাঝির ফেইসবুক ফ্রেন্ড লিস্টে সম্ভান্ত লোকটি নেই বলে তার স্ট্যাটাস জানা নেই জানায়। অতঃপর মাঝি সেই ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, লোকটি বিরক্ত হয়ে ফেইসবুক আইডি ডি-এক্টিভ করার চিন্তা করে পরক্ষনে সিদ্ধান্ত পাল্টায় এবং তার সহকারীকে জানায় যে মাঝিকে ব্লক মেরে দাও। বর্তমানে বিজ্ঞপনটি বেশ সারা ফেলেছে। বর্তমানে বিজ্ঞাপনের মতো অনেক্ই আমরা এ সমস্যায় জর্জরিত। খুব সহজেই ইন্টারনেট কানেকশন পেয়ে যাচ্ছে তাই অপ-ব্যবহার করছে ফেইসবুক, ব্লগ এবং বিভিন্ন সামাজিক সাইটে। ফেইসবুকে জানা অজানা অনেকেই ফ্রেন্ডলিস্টে ঢুকে যাচ্ছে এবং বিপত্তিও হচ্ছে। আজ ঘন্টাখানেক আগে দেয়া আমার ফেইসবুক ফ্রেন্ড আহমেদ সোহেল এর স্ট্যাটাস! Ahmed Sohel Amar friend lister all friender bolchi...................... Online a kawke bisawsh korben na......karon onakei ache jara gramer kono bostite thake but bole Dhaka gulshan baridhara thake,,,baba, mama, vi, America, London thake,,,, asob mitha kotha bole,manusher taka attoshat kore, manusher heart niya game khale, ty bolchi amar moto kew emon vul korben na plz শুধু ফেইসবুকেই নয় নামে বেনামে ব্লগে নিক খুলে গালাগালি, দলাদলি, গীবত চালাচ্ছে কিছু লোক। খুব সহজেই পাওয়া ইন্টারনেট সুবিধা কয়জনইবা কাজে লাগাচ্ছি?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।