আমাদের কথা খুঁজে নিন

   

ডাচ-বাংলা ব্যাংক রে ধইরা মাইর দিতে হইব মনে হয়

To love what you do or to do what you love is the question to be answered! অনেক দিনার আশা একটা ভিসা কার্ড বাগাইয়া লইতাম। এই আশায় গেলাম আমার ব্যাংকের শাখায়, যাইয়া কইলাম কাহিনী আমারে কইল, স্যার কার্ড যেইটা এহন আছে সেইটা কি এহন ই সারেন্ডার করবেন, নাকি নতুন টা নেওয়ার সময়ে করবেন? আমি তো পুরাই খুশি, আমারে আর পায় কে? আমি তো বাক-বাকুম হইয়া কইলাম, নেওয়ার সময়েই দিয়া যামুনে তো আবেদন করলাম, আর আমারে কইল, দুই সপ্তাহ পরে আইসা কার্ডটা নিয়া যাইয়েন। আমি তো আইসা পড়লাম। কিন্তুক, এইহানে কাহিনী শুরু হইল কাইলকা। বাইরে বাইর হইলাম, যামু বহুতদুর, পকেটে কিছু খুচরা টাকা- পয়সা আছে, আর ভাবলাম বুথ থেইক্কা তুইলা নিমুনে লাগবই যেহেতু পরেও আবার তাই। বাসার পাশের বুথে দেহি কার্ড লয় না, কিছু কয় ও না, আমি তো মহা ঝামেলায় গেলাম একটু দুরের এক ফাস্ট-ট্র্যাক এ, অইহানেও দেহি এক ই কাহিনী। (এইবার তো মমিন পুরা ধরা খাইল)। কারণ যেই টাকা পকেটে আছে টা দিয়া বাসায় ও যাওয়া যাইব না, আবার যেইহানে যাইতে চাই, সেইহানে ও যাইতে পারুম না অনেক চিন্তা ভাবনা কইরা যেইহানে যামু সেইহানে এক পরিচিত জনরে টাকাপয়সাসহ ম্যানেজ কইরা রাখলাম আর যাওয়ার আগে দিলাম ব্যাংকের কাসটমার কেয়ারে ফুন, জিগাইলাম কাহিনী কি??? সব দেইখা আর কাহিনী শুইনা অইহান থেইক্কা আমারে কয়, স্যার, আপ্নের তো পুরানা কার্ড এর আক্সেস বন্ধ কইরা ভিসা কার্ড চালু কইরা দিসে, আপ্নে খালি ব্যাংকে আইসা নিয়া নিলেই হইব আমি তো মনে মনে কই, কস কি রে মমিন??? পরে আবার জিগাইলাম, ভাই, একটা একাউন্ট এর কি দুইটা কার্ড থাকবার পারে না??? ওইপাশ থেইক্কা কয়, অবশ্যই পারে এহন ভাইয়েরা আর বইনেরা আপ্নেরাই আমারে কন, ঐ ব্যাংকে গিয়া আমার পরথমে কি করা উচিত??? আমি এহন নিজের টেকা ব্যাংকে রাইখা মাইনশের কাছ থেইক্কা ধার লইয়া চলতাসি (এই দুঃখ কই রাখি???)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.