আমাদের কথা খুঁজে নিন

   

Amazing Bangladesh , চোখ মেলে একবার নিজের দেশকে দেখুন

শহুরে আর ব্যস্তময় জীবনের ভীরে চোখ মেলে দেখা হয়না এই দেশের অপার সৌন্দর্য । একটু সময় নিয়ে চোখ মেলে দেখুন আমাদের এই দেশটিকে । এই ব্লগটিতে কিছু ছবি দেখা হয়েছে , যা দেখে আপনার চোখ মেলে দেখার ইচ্ছে জাগবে । ঘুরে দেখুন পুরো বাংলাদেশ এরকম আকাশ আপনি দেখতে পাবেন শরতে বাংলার আকাশে । শীতের মৌসুমে অনেকেই সাগরের তীরে ঘুরতে যান , কিন্তু আমরা বলবো সাগরের তীরে ঘুরতে যাবেন শরৎ কাল অথবা হেমন্ত কালে ।

প্রকৃতির এক মায়াবী রূপ দেখতে পারবেন ওই সময়ে । এই ছবিটি নেয়া হয়েছে কক্স-বাজার সমুদ্র সৈকত থেকে । ছবিটি দেখলে মনে হয় , হয়তোবা এডিট করা হয়েছে, কিন্তু প্রকৃতির মায়াবী রূপ থাকলে আসলেই এরকম ছবি তোলা যায় , এতে এডিট এর প্রয়োজন হয়না । নাফাখুম ঝর্না , বান্দরবান । এর সৌন্দর্য বলে বোঝানো যাবেনা ।

এর জন্য আপনাকে বান্দরবান এ যেতেই হবে । পড়ন্ত বেলায় মহানন্দা নদী । বাংলাদেশ এর তেতুলিয়া আর ভারতের শিলিগুড়ি এর সীমান্ত নদী এটি । তেতুলিয়া গেলে অবশ্যই এ নদী তে বিকেলে সময় কাটিয়ে আসবেন । আপনার মূল্যবান সময় গুলো খুব ভালো কাটবে ।

Angel Drop Restaurant , Cox's Bazar ......... বিকেলে আড্ডা মারার জন্য অসাধারন একটা জায়গা । এমন জায়গায় বসে আড্ডা মারতে কেমন লাগবে ?? আসলেই ইচ্ছে থাকেলই জীবনটা উপভোগ করা যায় । সাগর পাঁড়ের সাহসী মানুষগুলো এভাবেই এগিয়ে যায় । যখন এ ছবিটি তোলা হয়েছিল তখন বঙ্গোপসাগর এ ৩ নম্বর সতর্ক সঙ্কেত চলছিলো । কিন্তু তা উপেক্ষা করেই তারা চলছিলো মাছ ধরার জন্য ।

ছবিটি নেয়া হয়েছে টেকনাফ থেকে । নিঝুম দ্বীপ , বাংলার বুকে এক স্বর্গ রাজ্য । পাংথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়ন এ অবস্থিত , আবার কেউ ভুল করে ভাববেন না যে এটি জাফলং এ অবস্থিত । এটি জাফলং থেকে প্রায় ২০-২৫ কিমি দূরে । ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে , একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ ।

মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড় , ঝর্না , ঝর্না থেকে বয়ে আসা পানির স্রোতধারা , আর দিগন্ত বিস্তৃত চারণ ভুমি দেখতে পাবেন এই গ্রামটিতে । কিভাবে যাবেন - ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানাপয়েন্ট থেকে সি এন জি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘাট এর পশ্চিম । ভাড়া পরতে পারে ৪০০-৫০০ টাকা । সেখান থেকে আপনি আবার ট্যাক্সি নিতে পারেন । ভাড়া পরতে পারে ২৫০-৩০০ টাকা ।

পাংথুমাই এ যেখানে দেখবেন পাকা রাস্তা শেষ হয়ে গেছে সেখানে নেমে চারিদিকে ঘুরে দেখলে বুঝবেন জায়গা টা আসলেই অনেক সুন্দর । আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি এই পাংথুমাই সাগরের তিন নম্বর সতর্ক সংকেতের সময় বঙ্গোপসাগর । দূর থেকে নৌকা গুলোকে দেখলে কাগজের নৌকা মনে হয় । শরৎ এর দিনে ব্রহ্মপুত্র নদের তীরে , ময়মনসিংহ ময়মনসিংহ কেউ ঘুরতে গেলে , ব্রহ্মপুত্র নদে না ঘুরে কেউ চলে যাবেন না কিন্তু । মন ভালো করে দেয়ার মতন জায়গা একটি ।

সিঙরা নদী , সিলেট । দূরে দেখা যায় মেঘালয় এর সারি সারি পাহাড় । অসাধারণ সুন্দর নদী এটি । সিলেটের গোয়াইন ঘাট এ নদী থেকে আপনি ভারতের মেঘালয় এর ছোঁয়া পাবেন । প্রাকৃতিক ও জীব বৈচিত্রে ভরপুর আমাদের হাওর অঞ্চল গুলো ।

যারা এসব অঞ্চলে যান নি তারা আসলেই অনেক কিছুর অভিজ্ঞতা থেকে দূরে রয়েছেন । এই শীতে বাংলার হাওর অঞ্চল গুলো ঘুরে আসুন । আপনাদের ভালো লাগবে , এই ছবিটি নেয়া হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে যাদু কাটা নদী , তাহিরপুর , সুনামগঞ্জ । অসাধারণ জায়গা এটি । একেবারে ভারতের মেঘালয় এর পাশে ।

সেন্ট মার্টিন দ্বীপ , এর সৌন্দর্য বলে বোঝাবার নয় । চট্টগ্রাম বন্দর আপনারা বাংলাদেশ এর আরও অনেক অসাধারণ ছবি ও তথ্য দেখতে পাবেন এখান থেকে - Amazing Bangladesh http://www.facebook.com/amazingbangladesh1311 আপনি আপনার মূল্যবান সময় এর মধ্যে এক - দুই মিনিট সময় ব্যয় করলে মনে হয় আপনাদের ভালো লাগবে । হাজারো ঝামেলার মাঝখানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ছুটে যাই , ছবি তুলি । জানিনা কতদিন এভাবে ঘুরে বেড়াতে পারবো । কিন্তু এভাবে ছুটে বেড়িয়ে দেখলাম , শিক্ষা নিলাম অনেক কিছু ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।