আমাদের কথা খুঁজে নিন

   

অত বেশি আইন না কপচে যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়ে দিন : সাজেদা চৌধুরি

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী এবং জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী । তিনি তার ভাষায় বলেছেন, 'অত বেশী আইন না কপচে' তাদের ফাঁসি দিয়ে দেয়া উচিত। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেকেই আমাকে বলে এত আইন-কানুনের কী দরকার। ওরা যখন অত্যাচার করেছে তখন কোন আইন দেখে করেছিল? আইন দেখে আমরা স্বাধীনতা যুদ্ধ করিনি। সংসদ উপনেতা বলেন,যারা রাজাকারকে পালাতে সাহায্য করে তাদের এদেশে থাকার অধিকার নেই।

তাদেরও শাস্তি হওয়া উচিত। সাজেদা চৌধুরী বলেন,আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বাধা বিপত্তির মুখে পড়ছেন। আবার সেসব বাধা অপসারিতও হয়ে যাচ্ছে। যারা ষড়যন্ত্র করেছেন তারাই বিলীন হয়ে যাচ্ছেন। সাজেদা চৌধুরী বলেন, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, মহিলা লীগ- আওয়ামী লীগের হাতিয়ার।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আওয়ামী লীগ তার সন্তানদের মাধ্যমে এগিয়ে যাবে। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হলে আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, মহিলা লীগ করতে হবে। এদিকে,রাজধানীতে অপর এক আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বেগবান করতে আরো বেশি ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন। শুক্রবার সকালে ঢাকায় 'মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ' আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশস্তি ও আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন । তিনি বলেন,এই সরকারের উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবে না।

সরকারের উন্নয়নের কথা একদিন ইতিহাসে লেখা হবে বলেও তিনি মনে করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।