আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম কাতারে সালাত আদায় করার ফযীলত

I never knew how to worship until I knew how to love. প্রথম কাতারে সালাত আদায় করার ফযীলতঃ অনেক সময় মসজিদে কিছু মুসল্লি সামনের কাতারে জায়গা ফাঁকা রেখে পেছনের কাতারে সালাত আদায় করেন, অনেকে আবার খোশ-গল্পে লিপ্ত হন (নাউযুবিল্লাহ)। এমন মানুষদের দেখলে কিছুটা খারাপ লাগে, আবার স্বার্থপরের মতো কিছুটা ভালোও লাগে। খারাপ লাগে এই কথা চিন্তা করে, না জানা থাকার কারণে তারা কতো বড়ো সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। আর ভালো লাগে এই কথা চিন্তা করে, এদের মতো ২-৪ জনের জন্যে আমার মতো অলস মুসল্লি দেরীতে মসজিদে গিয়েও সামনের কাতারে জায়গা পেয়ে যায়! প্রথম কাতারে সালাত আদায় করার কয়েকটি ফযীলত বর্ণনা করা হলো। ... প্রথম ফযীলতঃ আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, যদি মানুষ জানত যে আযানের মধ্যে এবং প্রথম সারিতে কি রয়েছে, অতঃপর উহা লটারী ব্যতীত পাওয়া না যেত, তাহলে অবশ্যই তারা লটারী করত।

(বুখারী ও মুসলিম) অন্য হাদীসে তিনি (সাঃ) বলেছেন, নিশ্চয় প্রথম সারি ফেরেশতাদের সারির অনুরূপ, যদি তোমরা জানতে উহাতে কি রয়েছে তবে অবশ্যই সেদিকে ধাবীত হতে। (সুনানে আবু দাউদ) দ্বিতীয় ফযীলত: প্রথম সারি সর্বোত্তম সারি; রাসূল (সাঃ) বলেছেন: পুরুষদের উত্তম সারি হল প্রথম সারি এবং তাদের সবচেয়ে মন্দ সারি হচ্ছে সর্বশেষ সারি। আর নারীদের সর্বোৎকৃষ্ট সারি হচ্ছে সর্বশেষ সারি এবং তাদের সবচেয়ে মন্দ সারি হচ্ছে প্রথম সারি। (মুসলিম) তৃতীয় ফযীলত: আল্লাহ তা‘আলা এবং ফেরেশ্তাগণ প্রথম কাতার সমূহের জন্য সালাত পড়েন, প্রথম লাইনের জন্য সবচেয়ে বেশী সালাত পড়া হয়; কেননা আবু উমামাহ (রা থেকে হাদীস বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা এবং তাঁর ফেরেশ্তাগণ প্রথম সারির উপর সালাত পড়েন। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, দ্বিতীয় সারির উপর? তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা এবং তাঁর ফেরেশ্তাগন প্রথম সারির উপর দরূদ পড়েন।

তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল, দ্বিতীয় সারির উপর? তিনি বলেন, এবং দ্বিতীয় সারির উপরও। (মুসনাদে আহমাদ) (আর আল্লাহ তা‘আলার সালাত হল: ফেরেশ্তাদের নিকট তাদের প্রশংসা করা আর ফেরেশ্তাদের ও নবী (সাঃ) এবং সকল মানুষের সালাত হল: দু‘আ করা ও ক্ষমা চাওয়া। ) চতুর্থ ফযীলত: নবী (সাঃ) প্রথম সারির উপর তিনবার সালাত পাঠ করেছেন এবং দ্বিতীয় সারির উপর একবার সালাত পাঠ করেছেন; কেননা ইরবায বিন ছারিয়াহ (রা থেকে বর্ণিত তিনি রাসূল (সাঃ) থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাঃ) প্রথম সারির উপর তিনবার সালাত পাঠ করেছেন এবং দ্বিতীয় সারির উপর একবার সালাত পাঠ করেছেন। ইবনে মাজাহ এর শব্দ হলো, তিনি (সাঃ) প্রথম সারির জন্য তিনবার ইস্তেগফার করতেন এবং দ্বিতীয় সারির জন্য একবার ইস্তেগফার করতেন। (নাসায়ী, ইবনে মাজাহ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.