আমাদের কথা খুঁজে নিন

   

জিরোনা...স্পেনের ছোট্ট একটি শহরের গল্প আর কিছু ছবি

ওয়াচে থাকার রেকর্ড ভাংতে যাইতেছি! জিন্দেগি না মিলেগি দুবারার সুবাদে স্পেনের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখেছেন অনেকেই। শাকিরার লোকা মিউজিক ভিডিওতেও এসেছে বার্সেলোনা। এই বার্সেলোনা যাবার গেইটওয়ে হল ছোট্ট একটি শহর জিরোনা,যেখানে লোকাল এয়ারপোর্ট টি অবস্থিত। মোটামুটি পানির দামে প্লেন এ চেপে কোন এক অগাস্টে হাজির হলাম জিরোনায়,উদ্দেশ্য বার্সেলোনা,তবে এক রাত এই ছোট্ট শহরটাকে দেব ঠিক করেছি। এমনই এক জাদু এ শহরের যে ফেরার পথে আমি বার্সেলোনা ছেড়ে এক দিন আগেই চলে আসি মন ভরে জিরোনা দেখব বলে।

শহরটিতে লোকজনের ক্যাচক্যাচি দেখে ঢাকার ইয়াদ আসে,সেটাই মুল কারণ। রাতের বেলা জার্মানীতে যেখানে পিন পতন নিরবতা,জিরোনা সেখানে মালিবাগ কি বাসাবোর ইয়াদ দেয়,টিভির আওয়াজ,বাচ্চার কান্না,বউ জামাই ঝগড়া,ওফফফ অসাধারণ। জিরোনার ইতিহাস বলতে আসিনি,সেতো উইকি ঘাটলেই জানাযায়। চলুন কিছু ছবিই দেখি বরং। জিরোনা শহরের মাঝ দিয়ে বয়ে চলা ওনিয়ার নদী আর নদীর পারের পুরানো শহর,যা যুগযুগ ধরে শিল্পীদের প্রেরণা দিয়ে আসছে।

মাঝরাস্তায় শিল্পীর সৃষ্টি রাস্তার কোনায় মেশিন ম্যান জিরোনার ক্যাথেড্রালে ভক্তদের পদচারণা এক ছোট্ট দোকানে খুজে পাওয়া স্থানীয় শিল্পীদের হাতের কারিশমা দেখুন শহরটি সত্যিকার অর্থেই শিল্পময়। রাস্তার একটা বাড়ির দরজা দেখুন পুরোনো শহরের কেল্লার বাগান দেখে চোখ জুড়িয়ে যায়। মরা কাঠখোট্টা জার্মানী থেকে গিয়ে মনে হল যেন নন্দন কাননে এসে পড়লাম। দেখুন কিছু গাছপালার ছবি। কিছু খাবার দাবার দেখি চলুন।

স্প্যানিশ অমলেট,যাকে বলে টরটিলা দে পাটাটাস। কিছুইনা,ডিমালুপুরি নাম দিয়েছি এটার আর খুজে পাওয়া ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার,যা কিনা চালান কিছু সিলেটি ভাই বেরাদার!স্পেনে বসে চিকেন টিক্কা...আহ!!! জিরোনার গল্প আপাতত এটুকুই। ফিরে আসব বার্সেলোনা নিয়ে.....। সে পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন। উইকি লিন্ক:জিরোনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।