আমাদের কথা খুঁজে নিন

   

বন এবং সভ্যতা

বন মানে অখন্ড জীবনচত্রু কোটি প্রাণের অস্তিত্বের নিপুন বিধান অনন্ত আনন্দ উপলব্ধির পাঠ্যপুস্তক মানবের শৈশব যৌবন আর পৌঢ়ত্বের ঝলমলে সবুজ দিন, স্বাস্থ্য আশ্রয় আর খাদ্যের টেকসই নিরাপত্তা সভ্যতা মানে প্রকৃতির অভিশাপ আর মানবের বার্ধক্য কাল। বন উজাড় করা কৃষিজমি অতপর দখল করা হা পিত্যেস নগর জঞ্জাল যে শাপের দংশনে নীল নদ নদী পাখপাখালি বনজ সম্ভার। সভ্য মানবের ভারে নিয়তই ভেঙ্গে পড়ে জীবনের পাড় তার উগরে দেয়া বিষে কলুষ ক্ষিতি অপ মরুত ব্যোম সভ্যতা প্রতিদিন প্রসব করে চলেছে যুদ্ধ হত্যা ধর্ম ধর্ষণ বিভাজন বৈষম্য নিপীড়ন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।