আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ

শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়... মানুষের চোখে, নোখে ও চিবুকে নেকড়ে, শুয়োর, শেয়ালের ছাপ দিনে দিনে হয় প্রকট, তবুও___ মানুষের বুকে, রক্তে, স্বপ্নে, করোটিতে, ঘামে, পেশী ও চোয়ালে- ফিরে ফিরে আসে পুরোনো মানুষ, ___________________মানুষের ছায়া। মানুষেরা তবু সেই মানুষের গলা টিপে ধরে, শ্বাস এটে ধরে, বুকে ছুরি মেরে চিৎকার করে, উল্লাস করে, উল্লাস_______!!! হে মানুষ, আর কোন শ্বেতবাসই _________________তোমার জন্যে নয়! মানুষেরা আজ মানুষের নামে মানুষের খুন, মাংস বেঁচছে মানুষে মানুষে ভরা বাজারের বুক বরাবর, চৌমাথাটিতে! মানুষের নামে আঁতকে মানুষই কপাটে, শিকলে, তালা ও গরাদে নিজেকে বেঁধেছে, বেঁধে ফিরে ফের জিভে ও জবানে, ভ্রুভাঁজে তুলেছে বিদ্রূপ, ঘৃণা, থুতু দলা দলা। মানুষের নামে মানুষই বলছে- "মানুষ! ছিঃ! মানুষ!" ******** মানুষের ভীড়ে, নুড়িতে, পাথরে তবুও জন্মে মানুষের ভ্রূণ। তবুও জীবন ঠিক তুলে দেবে মানুষের হাতে মানুষের হাত।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.