আমাদের কথা খুঁজে নিন

   

হিমুর গায়ে কালো পাঞ্জাবি ।

সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । আজ সকালে ঘুম থেকে উঠেই হিমুর মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে । কেমন জানি দম বন্ধ হয়ে আসছে । বিছানা থেকে নেমেই হিমু সিগারেট ধরাল । কিন্তু কোন কাজ হচ্ছে না।

মাথাটা ঝিমঝিম করেই যাচ্ছে । পরপর দুইটি সিগারেট খাওয়ার পরও হিমু কোন সাদ পেল না । হটাত হিমুর মাথায় অনেকদিন আগের একটি কথা ঘটনা মনে পড়ে গেল । হিমু আর একটি সিগারেট ধরালো । এবার হিমু হাতের উপর ভর করে দাঁড়িয়ে সিগারেট টানতে থাকল ।

সাথে সাথে মাথার ঝিমঝিমানি কমে গেল । বেশ শান্তি লাগছিল হিমুর। কিন্তু মনটা কেমন যানি উদাস হয়ে আছে । হিমু তার পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ল । তার খুব হাটতে ইচ্ছা করছে ।

সে হেটেই যাচ্ছে । অবিরাম ... । হটাত করে হিমুর খেয়াল হল যে সে আজকে হলুদ পাঞ্জাবি পড়ে নি । আজ সে একটি কালো পাঞ্জাবি পড়ে এসেছে । হিমু কিছুই বুঝে উঠতে পারছিল না।

কোনদিন তো এমন হয় না । সে প্রতিদিন হলুদ পাঞ্জাবি পড়েই বের হয় । আর পারতপক্ষ্যে তার কোন কালো পাঞ্জাবি নেই । তাহলে কোত্থেকে এই কালো পাঞ্জাবি এলো ...?? এসব কথা চিন্তা করতে করতেই তার দেখা হয়ে গেল মিসির আলির সাথে । হিমুর মধ্যে একধরনের সস্থি ফিরে এলো ।

হয়তো মিসির আলি তার এ রহস্যর সমাধান করে দিবে । কিন্তু আজ এ কি হলো ?? মিসির আলিও এই সামান্য সমস্যার সমাধান করতে পারছেন না । তার মাথা একবারেই কাজ করছে না । অবাক কান্ড । অনেকক্ষন পর মিসির আলি একটি লজিক দাড় করালো ।

লজিকটি হল তাদের স্রষ্টা আর নেই । হিমু ও মিসির আলি দুজনেরই চোখ থেকে অবিরাম পানি পড়তে থাকল । ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।