আমাদের কথা খুঁজে নিন

   

যেহতু শাওনই ছিল ছায়া সঙ্গী.......

পেকে পাকা পেপে শাওনকে আপনার আমার পছন্দ হোক বা না হোক শাওনই ছিল স্যারের সার্বক্ষনীক সঙ্গী। এই বিবেচনায় শাওনের দেয়া জবানবন্দিকে সত্য মনে করে স্যারকে কবরস্থ করা যেতে পারে। এখন শাওন যদি নিজ স্বার্থ সংরক্ষনের কৌশল হিসাবে স্যারের কবর রচনা করতে চায় তাহলে এটা শাওনের হীনমন্যতা আর আমাদের দূর্ভাগ্যই বলতে হবে। অনেকেই বলতে শুনেছি স্যার পূর্বে কখনো বলেছিলেন " নুহাশ পল্লী যেন কবরস্থান না হয়..." । হতে পারে এটা ঠিক কিন্ত এ কথার পরিবর্তন করার ক্ষমতাও স্যারের ছিল।

মৃত লেখকের দাফন নিয়ে হুমায়ন আহমাদের পরিবার এখন হুমায়ন আহমাদের ইচ্ছার চেয়ে নিজেদের ইচ্ছা বাস্তবায়নে দুই কি তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। আমি জানিনা হুমায়ন আহমাদের শেষ ইচ্ছা কি। এট বলতে পারবে শুধুমাত্র হুমায়ন আহমাদের পরিবারের লোকজন। হুমায়ন আহমাদের পরিবার -- আমার কথা আপনাদের কানে পৌছবে কিনা জানিনা। তবুও বলব নিজেদের সংযত করুন।

হিংসা বিদ্বেষ ত্যাগ করে শুধুমাত্র হুমায়ন আহমাদের শেষ ইচ্ছা রক্ষা করুন। শুধুমাত্র হুমায়ন আহমাদের........ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.