আমাদের কথা খুঁজে নিন

   

।। নিশীথ ভালো আছিস তুই ।।

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম নিশীথ , আজ শ্রাবণের এই বাদলা রাতে খুব করে মনে পড়ছে তোর কথা। গোত্রহীন এক যুবক ছিলি তুই, ভাত পোকা এক জন্তু যেন! পরিচয় জানতে গিয়ে শুনেছিলাম, বোম্বেটেরা তোর সব নিয়ে গেছে। কলাতলীর মোড়ে, কে যেন তোকে ফেলে রেখে গেছিল তারপর থেকেই তুই আজকের গোত্রহীন, ব্যথাহীন এক যুবক। তোকে কখনো কাঁদতে দেখিনা, ভাবতাম- তোর চোখে জল নেই যা আছে তাতে বোধ হয় স্রোত নেই! তোর মুখে এত হাসি যে হিংসে ধরিয়ে দেয়- যেন অনন্ত হাসির ফোঁয়ারা, শেষ হবার নামটি নেই। আমাদের আশ্চর্য নোটিশে, অনেক নেই নামের প্রশ্নগুলো তুই রোজ শুনাতিস্। আর বলতিস্ সবাই স্বপ্ন দেখে, পরে কাঁদবার আয়োজন করে- কিন্তু আমি স্বপ্ন বুনে যাই, তাতে কাঁদবার জো নেই। সবাই ব্যর্থ হলে পরে চূর্ণ হতে চায় আমি ব্যর্থ হলে উল্লাস করি পুনরায় ব্যর্থ হতে চাই। নিশীথ, তোর মাঝে পঞ্চভূত ছিল, ষড়রিপু ছিল তবুও তুই বৈরাগী যেন তোর মাঝে ভাষা ছিল, কথা ছিল তবুও তুই বোবা যেন। আজ শ্রাবণের এই বাদলা রাতে খুব করে মনে পড়ছে তোর কথা ইচ্ছে করে তোর মতো হয়ে যাই ব্যথাহীন এক যুবক! নিশীথ, ভালো আছিস তো তুই? আজ শ্রাবণের এই বাদলা রাতে। ----------------------------------------------- রচনাকাল: শ্রাবণের রাতে-২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।