আমাদের কথা খুঁজে নিন

   

Lamborghini SV গাড়ি নিয়ে কিছু কথা

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে কিছুক্ষন আগে ন্যাশেনাল জিওগ্রাফি চ্যানেলর "মেগা ফ্যক্টরী" নামক অনুষ্টানে একটি গাড়ি দেখাল, যার Lamborghini SVনাম। বললে বিশ্বাস করবেন না কি দেখতে গাড়িটি.....যেমন স্টাইল, তেমনি লুকস্‌...... মোট ১৪ টি ধাপে গাড়িটে তৈরি করা হয় থাকে ইতালির Lamborghini কারখানায়। যদিও গাড়িটিকে রঙ করা হয় প্রধান কারখানা থেকে ৩৫ কিমি দূরের অন্যএকটি কারখানায়। গাড়ির শক্ত ও মজবুত অথচ হালকা চাকাটি আমেরিকায় তৈরি করা হয়ে থাকে। এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চ গতি এবং হালকা ওজন।

গাড়ির ইঞ্জিনটি ৬৩০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন এবং এর সর্বোচ্চ গতি প্রতিঘন্টায় ৩৫০ কিমি। অন্যসব গাড়ির মত এর ইঞ্জিনটি সামনে নয়, পিছনে থাকে। গাড়িটির শারীরিক কাঠামো গঠনে কম্পানি বিশেষ নজর দিয়েছে । এর ছাদ এবং দরজা অ্যালুমিনিয়াম ছারা সমস্ত বডিটি কার্বন ফাইবারে তৈরি করা হয়েছে। যার ফলে গাড়িটির ওজন অনেকটাই কম হয়েছে এবং গতিও অনেক বেড়েছে।

সমস্ত গাড়িটির ওজন ১৫৬৫ কেজি। গাড়িটি দেখতে যতই সুন্দর এর ফিচারস্‌ ও তত সুন্দর। গাড়িটি স্পোর্টস জেনারের মধ্য পড়ে। এর ৬ স্পিড সেমিঅটোমেটিক গিয়ার বক্স রয়েছে, এতে সর্বমোট ২জন আরোহি বসতে পারেন, ২টি অসাধারন দরজা আছে। গাড়িটির ০ থেকে ১০০ কিমি গতিতে পৌছাতে মাত্র ৩.৮ সেকেন্ড সময় লাগে।

এত সব বৈশিষ্ট্য যখন রয়েছে তখন এর দামেও তো বৈচিত্র থাকবেই। গাড়িটির কোম্পানি নির্ধারিত দাম হচ্ছে ৩ লক্ষ ইউরো। কোম্পানি এই ধরনের গাড়ি খুবই কম পরিমানে বানায়.....যার ফলে বাজারে এর চাহিদা অনেক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.