আমাদের কথা খুঁজে নিন

   

মরণ সঙ্গীত

আমার কথা হুমায়ূন আহমেদ এর মরণ সঙ্গীত ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ও কারিগর-টুটুল লিরিক- ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময় চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয় । চাঁদনী পসর চাঁদনী পসর আহারে আলো কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায় কে খেলেছে চন্দ্রখেলা ধবল ছায়ায় কে খেলেছে চন্দ্রখেলা ধবল ছায়ায় ---- এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং অনেক দূরে বাজছে ঘন্টা ঢং ঢং ঢং এখন যাবো অচিন দেশে, অচিন কোনো গাঁয় চন্দ্র কারিগরের কাছে ধবল পঙ্খী নায় ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময় চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।