আমাদের কথা খুঁজে নিন

   

কথা বলুন লোকাল এরিয়া নেটওয়ার্কে.........

একাধিক কম্পিউটারকে পরস্পরের সাথে সংযুক্ত করতে অনেক ক্ষেত্রেই লোকাল এরিয়া নেটওয়ার্ক ( ল্যান ) ব্যবহার করা হয় । ল্যানে থাকা কম্পিউটারগুলোতে একসংগে ইন্টারনেটও ব্যবহার করা যায় । ল্যানে থাকা কম্পিউটার থেকে একজন আরেকজনের সংগে কম্পিউটারের মাধ্যমে কথা বলতে পারে । এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে My Computer-এ C:\ থেকে Program Files-এর NetMeeting-এ যেতে হবে । এবার Conf-এ ক্লিক করে Next করুন ।

এরপর একটি ফরম আসবে । সেটি পূরণ করে Next- এ ক্লিক করে Log on to a directory server network সক্রিয় করে, bandwidth হিসেবে Local Area Network নির্বাচন করতে হবে । এবার NetMeeting ওপেন করে ফাঁকা অংশে যার সংগে কথা বলতে হবে, তার আইপি ঠিকানা ( যেমন : 192.168.0.1 ) লিখে Telephone চিহ্নিত অংশে চাপতে হবে । কাঙিক্ষত কম্পিউটারে NetMeeting চালু থাকলে তার কম্পিউটারে রিং বাজবে এবং সে গ্রহন করলেই মাইক্রোফোনের মাধ্যমে কথা বলা যাবে । কম্পিউটারে ওয়েব ক্যামেরা থাকলে এর মাধ্যমে ভিডিও সম্মেলনও করা যাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।