আমাদের কথা খুঁজে নিন

   

আমার এই বছরের প্রথম ইফতারী.....

গতকাল অফিসে ইফতারী করেছি। সাধারণত অফিস থেকেই দিয়ে থাকে, কিন্তু কাল প্রথম রোযা ছিলো বলে আমরা ৪ জন বাদে সবাই চলে গিয়েছিল। ম্যানেজম্যান্ট থেকে আমকে ফোনে বলা হলো ৪ জনের ইফতারী ম্যানেজ করে বিল জমা দেয়ার জন্য। কম্পানীর নিয়ামনুসারে আমরা ৬০০ টাকার ইফতরী কেনার প্রস্তুতি নিলাম। কাওরান বাজার মেরিন থেকে মেসেন্জারকে দিয়ে ইফতারী আনালাম।

১৪১ টাকার প্যাকেজ ইফতারী আনলো সে। আমি ভেবেছিলাম মোটামুটি ভালোই ইফতারী আসবে ৬০০ টাকায়। ৬০০ টাকার ইফতারীতে চোখও ভরলোনা পেটও না। অথচ ২০০০ সালে আমার স্পস্ট মনে আছে ১২০০ টাকায় আমাদের ৫ সদস্য বিশিষ্ট পুরো পরিবারের ইফতারী হয়েছিলো, অবশ্য তখন সংসার চালতেন আমার বাবা। আমি এখনো বিয়ে করিনি, ২০১৫-এর আগে করবোনা মনে হয়।

চিন্তা করছি আমার প্রজন্মের ইফতরী খরচ কত হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।