আমাদের কথা খুঁজে নিন

   

The Dark Knight Rises:মহাকাব্যিক একটি মুভি এবং সমাপ্তি

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে। পুরো পৃথিবীর সকল সিনেমাপ্রেমীদের অনেকদিনের অপেক্ষার অবসান শেষ করে মুক্তি পেলো Christopher Nolan এর Batman ট্রিলজির শেষ পর্ব The Dark Knight Rises। এক বিশাল উত্তেজনাময় অপেক্ষার অবসান হলো। বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান এবং সেরা পরিচালক Christopher Nolan এর হাত ধরে আগের দুটির পর্বের মতো আবারো পর্দা কাপাতে হাজির আমাদের সবার প্রিয় সুপারহিরো Batman।

শুরুটা হয়েছিলো Batman Begins দিয়ে ২০০৫সালে। Batmanকে সম্পূর্ণ ভেঙ্গে নতুন করে সাজিয়ে নিজের মতো করে প্রথম বড়পর্দায় আবার নিয়ে আসেন Nolan। তারপর আসে ইতিহাস সৃষ্টি করা The Dark Knight। যে মুভির উন্মাদনা এবং আবেদন এখনো শেষ হয়ে যায় নি। প্রয়াত অভিনেতা হিথ লেজারের The Joker চরিত্রটির কথা মনে হয় সহজে কেউই ভুলতে পারবে না।

সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ভিলেন হলো এই The Joker। রিলিজ পেলো এই ট্রিলজির শেষ পর্ব। কোটি কোটি মানুষ অধির আগ্রহ নিয়ে মুভিটি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। The Dark Knight Rises Director : Christopher Nolan Starring : Christian Bale, Tom Hardy, Anne Hathaway, Joseph Gordon-Levitt, Marion Cotillard, Gary Oldman, Morgen Freeman, Michael Caine. Running Time : 2 hours 44 minutes মুভিটি নিয়ে শুরু থেকেই সমালোচক এবং ভক্তদের মাঝে একটা অন্যরকম ভয় ছিলো। The Dark Knight যে উচ্চতায় চলে গিয়েছিলো Nolan কি এই ট্রিলজির শেষ পর্ব The Dark Knight Rises দিয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারবে ?? এদিকে নতুন মুভিতে আবার বিশাল সব তারকার আনাগোনা।

পৌনে ৩ঘন্টার রানিং টাইপ দেখেই বুঝা যাচ্ছে অনবদ্য এক মহাকাব্য লুকিয়ে আছে এর মাঝে। মুভিতে অভিনয় করা সবাই একবাক্যে রায় দিয়ে বসে আছেন যে ট্রিলজির এই শেষ পর্বটি আগের দুটোকেও ছাড়িয়ে যাবে। তাহলে The Dark Knight Rises কি পারবে সবার এতদিনের অপেক্ষার যোগ্য সম্মান দিতে ?? পরিচালনায় ব্যস্ত Christopher Nolan কিন্তু পরিচালকের নাম যে Christopher Nolan । সে কথা কি ভুলে গেলে চলবে ?? Nolan শেষপর্যন্ত সফল হয়েছেন। The Dark Knight Rises কে শুধুমাত্র সুপারহিরো মুভি বললে বিরাট ভুল হয়ে যাবে।

এই মুভির বিশেষণ আরো অনেক উপরে। মুভিটি দেখে মনে হবে এটা এমন একটি সুপারহিরো মুভি যেখানে আসলেই কোন সুপারহিরো নেই!!! এই মুভিতে Batman শুধুমাত্র একটি চরিত্র থেকে আরো অনেককিছু। এই ২ঘন্টা ৪৪মিনিটের দারুণ রাইডে Batman কে মনে হবে একটি আদর্শ, আমাদের সবার জন্য একটি প্রতিকী আইকন। এই নি:সঙ্গ প্রতিবাদী কন্ঠ যেনো আমাদের মনের কথাই বলে যাচ্ছে!! যাইহোক The Dark Knight এর ঘটনার পর ৮ বছর পেরিয়ে গেছে। নিজেকে অপরাধী মনে করা Bruce Wayne তার ব্যাটম্যানকে সবার চোখের আড়ালে রেখে দিয়েছে।

Joker এর ঘটনার পর শহরের সবার চোখ খুলেছে। নতুন সব আইন Gotham শহরে প্রয়োগ হয়েছে। শহরের রাস্তা থেকে সব ধরণের অপরাধ প্রায় মুছে গেছে। এই শহরকে রক্ষা করতে এখন আর কোন Mask পড়া সুপারহিরোর দরকার নেই। ঠিক এই সময়েই ঘটনাক্রমে Bruce এর সাথে Selina Kyle নামের একজন রহস্যময় মেয়ের সাথে পরিচয় হয়।

সবকিছু পরিবর্তনের ডাক আসে। শহর Bane নামের মুখোশধারী একজন বিপ্লবীর সাথে পরিচিত হয়। যে নিজেকে Gotham শহরের পরিবর্তনকারী বলে মনে করে। এই শহর তার ইতিহাসের সবচেয়ে বড় হুমকীর মাঝে পড়তে থাকে। ভয়াবহ এই সাইকো অপরাধী এক নতুন রক্তক্ষয়ী খেলার পরিকল্পনা নিয়ে মেতে উঠে।

পরিচালক Nolan তার মুভির এই ভয়ংকর অপরাধীর প্রথম দৃশ্যটি দূর্দান্ত এবং দারুণ থ্রিলের সাথে তুলে ধরেন। আকাশে CIA এর একটি বিমান থেকে আটক Bane কে আকাশে উড়ন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আকাশে উড়ন্ত অবস্থাতেই !! চমকপ্রদ এবং দারুণ উত্তেজনায় ভরপুর এই দৃশ্যে কোনরূপ কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা হয়নি!!! ভাবা যায় !!! আসলেই সত্যিকারভাবেই র্দৃশ্যটি ঘটিয়ে পর্দায় সবার সামনে দারুণ এই দৃশ্যটি সবার সামনে উপস্থাপন করেছের Nolan। এছাড়াও Nolan এই মুভির একশন দৃশ্যগুলোকে বড়পর্দায় সবার সামনে আরো রিয়েলিস্টিকভাবে উপস্থাপন করার জন্য আরো অনেক দৃশ্যে এরকম করেছেন। The Dark Knight মুভিতে পরিচালক Nolan ভিলেন Joker কে যখন আমাদের সামনে আনেন তখন তাকে একজন ব্যাংক ডাকাত হিসেবে দেখিয়ে শুরুতে আমাদের একটা ভালোই ধোকা দিয়েছিলেন।

ভেবেছিলাম ভিলেন এত সাধারণ একজন ডাকাত মাত্র !!! পরে কিন্তু দেখা যায় ভয়ংকর চেহারা। The Dark Knight Rises মুভিতে এরকম একটি ট্রিক আরো সুন্দরভাবে এবং দারুণ ড্রামাটিক উপায়ে চলে এসেছে কিন্তু। ভয়ংকর এই সাইকো Bane সবার ভিত নাড়িয়ে দেয় তার অমানবিক ও কেয়ারলেস চরিত্র এবং দূর্ধর্ষ সব প্ল্যানিং দিয়ে। পুরো শহরের সবার ভিত নাড়িয়ে দেয়। শহরের সবার মাঝে দারুণ আতংক ছড়িয়ে দেয়।

প্রচন্ড ভয়ে আতংকিত মানুষদেরকে দারুণ এক ভয়ে নিশ্চুপ করে দেয় সে। যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। মুভির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো তরুণ পুলিশ অফিসার John Blake। Commissioner Gordon এর অধীনেই সে কাজ করে। মুভিতে তার চরিত্রটির গুরুত্ব অনেক।

Bane এবং Batman এর সাথে সাথেও তার চরিত্রটি মুভিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনে অংশগ্রহন করে। পুরো মুভিটিতে Christian Bale থেকে শুরু করে Tom Hardy, Anne Hathaway, Joseph Gordon-Levitt, Marion Cotillard, Gary Oldman, Morgen Freeman, Michael Caine সবার চরিত্রের গুরুত্ব সমান এবং সবাই তাদের সেরা অভিনয় দিয়েছেন এই মুভিকে। সবাই দূর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। যেনো একে অপরকে ছাড়িয়ে যাবার এক অদৃশ্য লড়াইয়ে মেতে উঠেছিলেন সবাই !! আর কিছু বলে লাভ নেই। বাকিটা জানার জন্য দেখতে হবে সবাইকে।

The Dark Knight Rises মুভিটি বানানোর সময় Christopher Nolan তার সমস্ত ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়েছেন। অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলারের সাথে সাথে দূর্ধর্ষ যুদ্ধের ডামাডোল। এক অপূর্ব ক্যামিস্ট্রি। ভালোর সাথে খারাপের দূর্দান্ত এক এপিক লড়াই। এই মুভিতে আপনি যেমন চরিত্রগুলোর গভীরতা টের পাবেন ঠিক একইসাথে এক অসাধারণ থ্রিলের উত্তেজনায় কাপতে থাকবেন।

বিশাল এবং ভয়ংকর সব অস্ত্র নিয়ে মূহুর্তেই লেগে যাবে তুলকালাম যুদ্ধ। দূর্ধর্ষ সব একশন দৃশ্য। সে এক নির্মম কিন্তু উপভোগ্য ধ্বংসের খেলা। পুরো মুভির রানিং টাইম ২ঘন্টা ৪৪মিনিট। এই পুরোটো সময় আপনি এক ধরণের আবেগে মোহ হয়ে থাকবেন।

কারণ এরকম উত্তেজনায় ভরপুর ক্রাইম থ্রিলার আর দমবন্ধ করা একশন আগে দেখেছিলেন নাকি সন্দেহ আছে!! এক অসাধারণ মহাকাব্য নিয়ে আমাদের সবার সামনে এবার হাজির হয়েছেন পরিচালক Nolan। মহাকাব্যিক এই ট্রিলজির শেষ পর্বের সমাপ্তিটা দারুণভাবে দিয়েছেন Nolan। সব ভক্তের মন ভরাবে এই সমাপ্তি। মন অবশ্য একদিক থেকে অনেক খারাপ। আর Nolan এর হাত ধরে বড়পর্দায় আসবে না Batman।

দূর্দান্ত এপিক The Dark Knight Rises দিয়ে সমাপ্তি হলো এই রাইডের। এই মুভি ১বার বা ২বার দেখলেও মনের আশা মিটবে না। দেখতে হবে বেশ কয়েকবার। পুরো স্বাদটা হয়তো তখনই সবাই নিতে পারবো। মুভিটির প্রিমিয়ার শো দেখার পর সাথে সাথে নেয়া একজন ক্রিটিকের মন্তব্য এবং অনুভূতি I watched one of the first screenings here in Sydney about 24 hours ago. I generally prefer Marvel over DC but I've got to say that The Dark Knight Rises made The Avengers looks like a kids movie. It was dark, provocative, emotionally laced. Bane is truly menacing and chilling. The whole movie feels emotionally charged. A true epic. This one will go down as one of the great movies of our time. I cannot recommend this movie enough. Go out and watch it again and again. I know I will. **মুভিটা এখনো দেখা হয় নাই।

দেখার প্রশ্নও আসে না। আজকে মাত্র রিলিজ পেলো। অরিজিনাল ব্লুরেপ্রিন্ট আসতে আসতে আরো ৭/৮মাস। পন্ডিতি করলাম একটা। ব্লগার রাজসোহান এরকম একটা লেখা দিবো নাকি জিজ্ঞেস করেছিলো।

তখনই মাথায় ভূত ঢুকে সামুতে প্রিয় এই ট্রিলজির শেষ পর্বটি নিয়ে মুক্তির পরপরই আমি রিভিউ দিবোইইই। তাই নেট ঘেটে প্রিমিয়ার শো দেখা কয়েকজন ক্রিটিকের রিভিউ থেকে পড়াশোনা করে এই রিভিউ। ক্ষমাপ্রার্থী। **মনটন অনেক অনেক খারাপ। বারবার ঘুরেফিরে স্যারের কথাই মনে পড়ছে।

মনোযোগ অন্যদিকে নিতে হচ্ছে বারবার জোর করে। স্যারকে নিয়ে যেকোন পোষ্ট এড়িয়ে যাচ্ছি। মন খারাপ হয়ে যায় বারবার।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।