আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে কুলার মাস্টার এর পণ্য

BLOG OF THE GEEK কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে বাইনারী লজিক এনেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কুলার মাস্টারের পণ্য। কেসিং, সিপিউ কুলার, পাওয়ার সাপ্লাই এবং ফ্যান গুলো এখন আনা হয়েছে। Case: Storm Enforcer Tk.8000 690 II Advanced Tk.9000 HAF-X Tk.16000 CPU Cooler: Hyper 212 Evo Tk.3000 Hyper 412 Slim Tk.4500 PSU: GX450 GX650 Tk.9000 GX750 Fans: Silent 120mm 4 pcs Tk.1200 এগুলো ছাড়াও আরও কিছু কেস আছে। যাইহোক, এখন আসল কথায় আসি। অনেকেই মনে করেন কুলার মাস্টার এর প্রোডাক্ট যেন কি না কি।

কুলার মাস্টার এর কেস অনেক ভাল, বিশেষ করে হাফ-এক্স, এবং বাংলাদেশে এতো কম দামে এটা পাওয়া যাবে আমি আশা করিনি। সিপিউ কুলার গুলোও ভাল, হাইপার ২১২ ইভো কমদামে অনেক ভাল কুলার। এবার আসি পিএসইউ গুলোর ব্যাপারে। কুলার মাস্টার আসার পরে আমি অনেককেই বলতে শুনেছি যে এদের পিএসইউ অনেক ভাল, এখন থার্মাল্টেক এর দিন শেষ, ইত্যাদি। কুলার মাস্টার কিন্তু পিএসইউ অনেকদিন ধরেই বানায়, কিন্তু ওদের পিএসইউ এর কোয়ালিটি খুব একটা ভাল না।

নতুন সিরিজ যেমন সাইলেন্ট প্রো অনেক ভাল, কিন্তু আগের গুলো, যেমন GX এবং Extreme সিরিজগুলো কুলার মাস্টারের নাম ডুবিয়েছে। বাইনারী লজিক কিন্তু তেমন ভাল পাওয়ার সাপ্লাই গুলো এখনো আনেনি। তাই যারা পাওয়ার সাপ্লাই কিনবেন ভাবছেন তারা এই জিএক্স সিরিজের পিএসইউ না কিনলেই ভাল করবেন। ~৬৫০ ওয়াট দরকার হলে বাজেট আরেকটু বাড়িয়ে থার্মাল্টেক টাফপাওয়ার এক্সটি ৬৭৫ওয়াট নিন, জিএক্স এর থেকে অনেক ভাল হবে। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.