আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় বেলায় বিদায়ের কথা

"মিসির আলি সাহেব বুকের বাঁ দিকে হঠাত্‍ প্রচন্ড ব্যাথা অনুভব করলেন।তার চিন্তাগুলি সব এলোমেলো হয়ে যাচ্ছে।প্রচন্ড ব্যাথায় তিনি একধরণের ঘোরের মধ্যে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গেই তিনি তার মা'কে দেখতে পেলেন।মা তার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন,'আয় বাবা, আমার বুকে আয়'।মিসির আলি হঠাত্‍ অনুভব করলেন,তার কোন ব্যাথা নেই এবং তিনি এক অপূর্ব জোছনালোকিত ভূবনে প্রবেশ করছেন।আশ্চর্য! ঐ ত মা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন।আর দেরি নয়,আর দেরি নয়....." সিলেটে সুদীর্ঘ ১১ বছর কাটিয়ে অজস্র স্মৃতি হৃদয়ে ধারণ করে যখন ট্রেনে সিলেট ছেড়ে যাচ্ছি তখন শুধু সিলেটের কথাই লেখব ভেবেছিলাম।কিন্তু,আমি সিলেট ছাড়ার আগেই আমার সবচেয়ে প্রিয় চরিত্রের স্রষ্টা এ দুনিয়া ছেড়েই চলে গেলেন।আশা করি,তাঁরই তৈরি করা চরিত্রের রূপায়নে তাঁকে শ্রদ্ধা জানানোর অভাজনের এ ধৃষ্টতাকে তিনি স্বর্গীয় ঔদার্যে ক্ষমা করবেন।হে মহীরূহ,অজস্র স্বপ্নবান তরুণের প্রতিটি স্বপ্নময় মূহুর্ত প্রশান্তির জোছনা হয়ে ঝরে পড়ুক তোমার 'এপিটাফে',তুমি থেকো প্রতিটি প্রসূণ প্রাণের হৃদয়-কাননে,অন্তরে অন্তরে, এই কামনায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.