আমাদের কথা খুঁজে নিন

   

শুধুমাএ আইসক্রিম প্রেমীদের জন্য!!!

I wanna love someone who is not popular but unsafe! মুখে দিতেই কমলার স্বাদ, সঙ্গে ক্রিম। গলা বেয়ে নিচে নামতে নামতেই মুখ দিয়ে স্বস্তির প্রকাশ, আহা.. কী দারুণ আইসক্রিম! কমলার স্বাদে ইগলুর এই আইসক্রিমের নাম ‘ওরেঞ্জ স্টারবাস্ট’। ‘স্ট্রবেরি ইওগার্ট, স্ট্রবেরি অ্যান্ড ক্রিম আর স্ট্রবেরি অ্যান্ড চিজি। প্রতিটার স্বাদ ভিন্ন ভিন্ন। চার ধরনের আইসক্রিমের নাম আর স্বাদের কথা বলা হল।

যদি মোট ১৫ ধরনের স্বাদ আর রংয়ের আইসক্রিম ছেড়ে দেয়া হয় আইসক্রিম পাগলদের মধ্যে, তাহলে অবস্থাটা কি হতে পারে! আর বলা হয় যত পার তত খাও। সময়ও কম নয় প্রতিদিন ১১ ঘন্টা করে। নিশ্চয়ই হয়ে উঠবে আইসক্রিমের উৎসব। গত ১৩ জুন থেকে এ আইসক্রিম উৎসবই চলছে হোটেল রুপসী বাংলার লবিতে এবং তা শেষ হবে ২১ জুন। ‘টেম দ্য সামার’ নামে এ উৎসবের আয়োজন করেছে মজাদার আইসক্রিম ব্র্যান্ড ‘ঈগলু’!!!!! পুরুষের তুলনায় নারীরা যে আইসক্রিমে বেশি আকৃষ্ট হন তার প্রমাণ মেলে ‍এ উৎসবে।

বিভিন্ন বয়সের তরুণীদের ভীড় উপচে পড়েছে এখানে। প্রেমিকের কাছে আইসক্রিম খাওয়ার আবদার করেনি, এমন প্রেমিকা খুঁজে পাওয়া কষ্টেরই হবে। আর তাইতো আইসক্রিম উৎসবে রয়েছে প্রেমিক-প্রেমিকা যুগলের সরব উপস্থিতি। ৫০০ টাকার বিনিময়ে এ আইসক্রিম উৎসবে যোগ দিয়ে চেখে দেখার সুযোগ রয়েছে ঈগলুর মজাদার সব ফ্লেভারের আইসক্রীমও। পাঁচটি কাউন্টার থেকে দেয়া হচ্ছে আইসক্রিম।

কাউন্টারের শেফ ড্যানিয়েল জানালেন আইসক্রিম প্রেমীদের কথা। তিনি বললেন, গত ১৭ জুন ২০/২১ বছরের এক তরুণী সকালে এসে বিকেল পর্যন্ত ৪০ টি আইসক্রিম খেয়ে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙ্গলে আরো দুটি খান। প্রতিদিনই অসংখ্য তরুণী আসেন উৎসবে যারা একবার ঢুকলে আর শেষ ঘন্টার আগে বের হচ্ছেন না। Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।